পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১০৫ ) [জাহবী ও শম্ভবীর প্রবেশ] জাহ্লবী। আলে শাস্তুবি, একি শুন্তে পাই লো, সত্যি সত্যিই নাকি " বে ? ? শান্তবী। ই দিদি, বুঝি সত্যিই হলো গো, সব উযুগ হচ্চে দেখিলাম্। জাল্লবী । হায় কি বলিব ! নির্বাণ হইলে দীপ করে তৈল দান । পলায়িত হলে চোর হয় সাবধান ॥ যৌবন বহিয়া গেলে বিবাহ বিধান । মিথ্যানয় লোকে কয় এতিন সমান ॥ ভাই এখন বিবাহ হলে কি হবে ? যখন সে সরোবর তুল্য কলেবর । নিৰ্ম্মল লাবণ্য জলে ছিল মনোহর । চিকুণ চিকুরচয় শৈবাল সমান। ভ্ৰ ভঙ্গ তরঙ্গ রঙ্গ সদা বিদ্যমান ॥ কুচ কুমুদের কলি বদন কমল । ভূষিত পথিক মন মধুপ চঞ্চল । নয়ন শফরী প্রায় কটাক্ষ মরাল । সুশোভিত ভুজযুগ মৃদুল মৃণাল ।