পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( >૧ ) দেখিতে কুৎসিত বুড়ে বিবাহে লালসা। এই বর রঙ্গ স্থলে আসিল সহসা ॥ কুল ও ধৰ্ম্ম উভয়ে । অসিতে আজ্ঞা হয়, আমুন। [বরের সহিত অমৃতাচার্যের প্রবেশ,আসনে সকলের উপবেশন] ধৰ্ম্ম । (স্বগত) এই বর ! কুলপালক ইহাকে কচ্ছা দিবে, তাহতেই কুলরক্ষা হইবে । হে বল্লাল, লোকে তোমাকে যে কলির চেল কহে । তাহা যথার্থ । হে ভগবন জগদীশ্বর ! তোমার সুদৃশ্য বিশ্বরাজ্য পরিণামে এতাদৃশ দুরবস্থা গ্রস্ত হইল ! [অভব্যচন্দ্রের প্রবেশ] অতব্য। ব্রাহ্মণেভ্যোনমঃ । (উপবেশন) । ধৰ্ম্ম । আপনি কে ? অভব্য । আমি পুরুত। ধৰ্ম্ম কাহার পুরোহিত আপনি ? অভব্য। ঐ যাঃ ! নাম ভুলে গিছি! (চিন্তা করিয়া) হা হা, মহাশয় বলিতে পারেন ঐ যে মেয়েরা যাতে চাইল ঝাড়ে তার নাম কি ? ধৰ্ম্ম । কুল । - অভব্য । হা হুঁ, ঐ বটে, ঐ ব্যক্তিই আমার যজমান, তার কি এই বাড়ি ?