পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১০ ) সার কালরাত্রিতে কতই দুঃখদুদিন কিন্তু সুখখদ্যোত অতি অল্প । আমি আদ্য প্রাতঃকালাবধি ভ্ৰমণ করিয়া কি সামান্য পরিশ্রান্ত ও আতপক্লান্ত হইয়াছি ? কুলধন । চল ভাই এখন ঘরে যাওয়াযাউক, অনেক বেলা হয়েছে। কুলপালক । (উৰ্দ্ধবিলোকন করিয়া) একি মধ্যান্ধকাল উপস্থিত, সহস্রকিরণ স্থৰ্য্য প্রচুর কিরণ প্রদানে আপনার সহস্রকিরণ নামই কি সার্থক করিতে উদ্যত হইয়াছেন ? এক্ষণ অনবরত পথপরিশ্রান্ত ও দিনকর কিরণে নিতান্ত ক্লান্ত পন্থ লোকের সন্তাপ শান্তি নিমিত্ত ছায় প্রদান পাদপ তলে পল্লবশয্যায় শয়ন হইয়া সংবেশস্থখ অনুভব করিতেছে। মহীরুহচয় একান্ত পবন-পাত-বিরহে সজ্জনমানসের ন্যায় চাপল্য পরিত্যাগ করিয়া স্থিরভাবে অবস্থান করিতেছে। বরাহগণ পলুলপঙ্কে সৰ্ব্বাঙ্গ নিলীন করিয়া রহিয়াছে। কুররীকুল তরুমুলে শয়ন করিয়া আমীলিত নয়নে রোমস্থ করিতেছে। ভিক্ষোপজীবি জীবিরা সাতিশয় বুভূক্ষায় ক্ষীণকায় ও ব্যগ্র হইয় গৃহ হইতে গৃহান্তরে সঞ্চারণ করিতেছে। গৃহিগণ স্বস্ব ব্যাপারে নিবৃত্ত হইয়া ক্ষুধা নিবারণোপায়ে প্রবৃত্ত হইতেছে। কুলবধূর সুমধুর শাকসুপাপুপাদি নানাবিধ তোজনীয় বস্তু প্ৰস্তুত করণে অন্তঃকরণ অর্পণ করিতেছে। অপ্রবাসির ভোজনাবসানে সুখাসনে সমাসীন হইয়া কপুরপুর-সুবাসিত তামূল পুরিত মুখে সুখে পরিজন সহ আলাপন করিতেছে। প্রবাসির জঠর জ্বালায় ব্যাকুল