পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २¢ ) গ্রহ। অদ্য শনিবার। অমৃ। (ঈষৎক্রোধে) আঃ শনিবার তো সকলি জানে, শনিবার কতক্ষণ অাছে R গ্রহ। একি ভাল লোকের নিকটে আসিয়াছি শনিবার আবার কতক্ষণ থাকে ? অনৃ। দূর বেটা গণ্ডমূর্খ; পাষণ্ড, পাঁজি দেখিতে জানিস না। অদ্য শনিবার ৯ দণ্ড ২৬ পল ছিল, পরে মঙ্গল বীর হইয়াছে । গ্রহ। আপনি কি অনবধানতায় কহিতেছেন ? অনৃ। (সক্রোধে ) কি বেটা, আমার অনবধানত । আমি সৰ্ব্ব শাস্ত্র এককালে উদ্যাপন করিয়াছি, শাস্ত্রে কহে “শনি মঙ্গলবার, দিনেই সার,” দেখদেখি শনি মঙ্গলবারের যোগ আছে কি না ? তুই বেটা জানিস, আর কেহই জ্যোতিষ শাস্ত্র জানে না ? গণ্ড1২ খনার বচন আমার কণ্ঠায় কণ্ঠায় রহিয়াছে, দুই চাটে ছাড়িবে, শুনবি ? « শনি রবি মঙ্গলের গুড়, কিকর বসিয়া শ্বশুর খুড়া। দশ তিন তেরো এক পেটের ছেলে গুণে দেখ । সাত ছয় এগার, তিন নয় তের ”। এ সকল ছাড়া কাকচরিত্র গ্রন্থে আমার ব্যুৎপত্তি আছে কি না শুনবি, শোন ? “ কাগাতে কাগা, মড়ার মুণ্ডে দিয়া পা, ডেকে বলচে কেলে ম৷ ” । শুনলি ? যা বেটা তোর সহিত বিচারে প্রয়োজন নাই, কালি রাত্রিতে বিবাহ হইতে পারে কি না তুই তাহাই বলে ষা। গ্রহ। (সমীচীন রূপে পঞ্জিকা দেখিয়া ) না মহাশয়, কল্য দিন হইবে না ।