পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( Rb ) আমাদ্ধারাই সম্পন্ন হইবে। কুল। (সহস্য বদনে) তবে নাপিতের কৰ্ম্মও কি আপনি করিবেন ? অমৃ। আপনি এক্ষণে পরিহাস রাখুন, বিবাহের উদ্যোগ দেখুন : “শ্রেয়াংসি বহুবিয়ান” মঙ্গল কাৰ্য্যে অনেক বিঘ্ন, যদ্যপি সে বর হাতছাড়া হয় তাহা হইলে বড় বিভ্ৰাট, তাহা ঘটিবারও বিলক্ষণ সম্ভাবনা, এক ঘটক ঐ সন্ধানে ফিরিতেছে। কুল। (সতয়ে) যে আজ্ঞা মহাশয়, আমি আয়োজনে রহিলাম, আপনি কল্য পাত্ৰ লইয়া সত্বর ' আসিবেন, এক্ষণে বাটতে যাই বেলা নাই, সন্ধ্য হইল, দে আগ্নেয়পিগুইব চণ্ডকরে প্রতীচৗপাথো নিধেঃ পতাত পাথসি পুষ্করান্তাৎ । তুর্ণং ততস্তিমিরসন্ততিরুথিতেব ধূমাবলী ত্রিভুবনং কবলীকরেগতি ৷ *. গগন হইতে রবি, অনল সদৃশ ছবি, পড়িল পশ্চিম জলধিতে । তাহা হতে ধুমকার, অতিগাঢ় অন্ধকার, উঠিতেছে ত্রিলোক গ্রাসিতে ॥ অতএব এক্ষণে আপনিও নিজ নিকেতনে গমন করুন । [উভয়ের প্রস্থান । দ্বিতীয় অঙ্ক ||