পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 8v. ) যৌবন বিফলে যায়, বারেক না দেখি তায়, জীয়ন্তে মরার কিবা বাকি ৷ আসিবেক করি আশে, তাহার বিবাহ চাস, মণসমাস ফেরে নানা দেশ । ব্যবহার দিতে নারি, তাই মোরে বিভা করি, স্বপনেও নাকরে উদেশ ॥ যমুনা (ঈষৎ ক্রোধে) আমি কি বলিব বাণী, প্রাচীন সভার মানি, অভিমানি কথায়২ । বয়স হইল ষাট, বিবাহের নাই পাট, আছে কাট শেষের উপায় ॥ বাপের প্রধান ঘর, নাই মেলে যোগ্য বর, কুলের বড়ই আঁটাঘাটি। মনে সদা এই চাই, বাহির হইয়া যাই, পড়ে কুলে কালি পরিপাটি। আইবুড়ে থেকে মোর বয়স হইল ভোর, লুড়ে দিই মুখে বল্লালের। বহু শিব পূজা গুণে, জন্মগেল মনাগুণে, কপালে আগুণ সে হরের ॥ হেমলতা । (হাস্যমুখে) ভাই আমারও সেই রূপ।