( १० ) করি কি কর্বে বলুন দেখি ? বিবাহ । কি বল ? রহিলে ? অধৰ্ম্ম। (দীর্ঘ নিশ্বাস ত্যাগ করিয়া) জৈত্রপুরের দোকানে বসে আমি মেীতাত কচ্ছিলাম এমন সময়ে এক বেটা নাপতে নকুলপুর থেকে একখানা পত্র এনে দিলেক । বিবাহ ৷ নকুলপুরে তুমি কি বে করে ছিলে ? অধৰ্ম্ম । আপনি কি করে জানিলেন ? বিবাহ । বলি এ আর জান্তে কি ? কুলীনের ছেলের তিনকুলে কে আছে যে চিঠি লিখিবে ? তা পত্রে কি লেখা আছে ? অধৰ্ম্ম । আমিতো লেখাপড় শিখি নি, সেই দেশকানি তা পড়িল । বিবাহ। কি বৃত্তান্ত ? কেন বাপু অধোমুখে নিরুত্তর হইলে ? কোন অমঙ্গল সম্বাদ না কি ? বল বাবা, কি হয়েছে ? অধৰ্ম্ম । (অধোমুখে) ই-এক প্রকার অমঙ্গলই বটে, “সেথায় আমার একটী মেয়ে হয়েচে, তার অন্নপ্রাশন নিমিত্তে আমার সম্বন্ধী আমাকে সেথায় যেতে লিখেচে, ” দোকানি বেটা তো এই বল্ল্যে। বিবাহ। অt—হা ! কত হলো ! পুত্ৰ সন্তান হলে ভাল হতো ! ঈশ্বরের ইচ্ছা এতো অন্তের সাধ্য নয়, তা কি কব্যে ; তবে কিনা আমাদের কন্যাগত কুল, তাহার কেন এত বিষন্ন মুখে
পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৮১
অবয়ব