পাতা:কৃষ্ণকর্ণামৃতম্‌.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

l/o বাক্য শুনি লীলtশুক মহাশয় । মনে মনে দুঃখ ভাবি আপন ভৎসিয় ॥ মনে কহে কালি প্রতে এসব ছাড়িয়া । ভজিব কৃষ্ণের পায়ে একান্ত হইয়া ॥ নিদ্রা নাহি ছয় সদা চিন্তিত অন্তর । রাধাকৃষ্ণ লীলা গীত শুনয়ে বিস্তর ॥ সে লীলা শ্রবণমাত্র মায়াবন্ধ গেল। পূৰ্ব্ব সিদ্ধ প্রেমাঙ্কুর তবহি জন্মিল ॥ সেই রাধাকান্ত মোর কোটি প্রাণ প্রাণ। তারে ছাড়ি কিবা মুই করু অনুষ্ঠান ॥ এত বিচারিতে মনে পোহাইল রাতি। প্রাতে উঠি বেশ্য পায়ে কৈল মুতি স্তুতি ॥ সেই পথে চলি গেল। সেই নদী তীরে । বৈষ্ণব আছেন যথা সোমগিরি বরে ॥ আপন বৃত্তান্ত তীরে কহিল৷ সকল । উপাসনা কৈলা শ্ৰীগোপাল মন্ত্রিবর ॥ সে মন্ত্র লইতে-মাত্র কি কহিব আর । অতি অনুরাগ হৈল উদয় তাহার ॥ স্তম্ভ কম্প পুলকাশ অদি ভাবগণ। ব্যাকুল হইল। অঙ্গ না যায় ধারণ ॥ ষদ্যপি হ বৃন্দাবন যাইতে উৎকণ্ঠিত । গুরুসেবা লাগি কত দিন কৈল৷ স্থিত ৷ কৃষ্ণলীলা বর্ণনাদি গ্রন্থ বহু কৈলা । তাহ দেখি গুরু “লীলtশুক”নাম থুইলা । কুটুম্বের উপদ্রব বারণ লাগিয়া। সন্ন্যাস করিলা সূত্র ত্যাগিত হইয়া ॥ তবে অতি উৎকণ্ঠিত বাঢ়ি গেল মনে । বিনয় করিয়া অজ্ঞা নিল গুরুস্থানে ॥ বৃন্দtবন যাইতে যাত্র। প্রভাতে করিলা । পথে পথে যাইতে আগে কৃষ্ণস্ফর্তি হৈলা ॥ তাতে হৈতে উছলিল আতি প্রেমপুর । উৎকণ্ঠা কল্লোলে তেঞি পড়িলা প্রচুর ॥ তাতে পড়ি শূন্য প্রায় আপনাকে মনে । বিশেষ লীলার স্ফ ৰ্বি করেন প্রার্থনে ॥ এরূপে আইলা তেহেঁ মথুরা