পাতা:কৃষ্ণকর্ণামৃতম্‌.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃষ্ণকর্ণামৃতং । ১১৭ নীলরুণাভ্যাং নয়নাম্বুজাভ্যাং । আলোকয়েদস্তুতবিভ্রমাভ্যাং কদা কালে আলোকয়েৎ মামিতি শেষঃ । ইচ্ছাপ্রকাশনে লিঙ। কিম্বা। ইদানীং ম্রিয়ে কদা বা লোকয়েদিতি নৈরাশ্যোক্তিঃ । কীর্গ ভ্যাং। প্রেমরসশৃঙ্গাররসয়োঃ প্রবাহেন শীতলাভ্যাং । তথা তাঁরয়োনীলিমা প্রান্তয়েরিরুণি'মা চ যুক্তাভ্যাং। মদিরয়োরিবাছুতো বিভ্রমে যয়ে স্তাভ্যাং। অতো লীলাপ্রাচুর্য্যালীলেবং চরতঃ লীলায়তে যে তাভ্যাং। অপরাধিনী মাং পশ্যতি চেত্তদা ছিত্বা কথং গত ইতি বিমৃশ্য সদৈন্যমাহ। কারুণিকঃ কৃপয়া সম্ভবেদপি ও অরুণবর্ণ প্রভৃতিআশ্চর্য্য শোভাযুক্ত নয়নাম্বুজ দ্বারা কবে যদুনন্দনঠাকুরের পদ্য। শৃঙ্গার রসের যেই, প্রবাহ বহুয়ে সেই, শীতল নয়নপদ্ম শোভা। তাহাতে নীলিম যার, অন্তে অরুণিম। আর, পদ্মে নট খঞ্জনের লোভ ॥ লীলাতে আয়ত আণথি, তাহাতে চাপল্য সখি , কবে তাহে হেরিব আমারে। মুঞি অপরাধী জনে, দেখিতে থাকিত মনে, তবে ছাড়ি কেনে গেল দূরে ॥ এত কহি বিমৰ্ষিয়া,কহে যে অtছয়ে হিয়া, দেখিতেহ পারে অসি মোরে। সহজে করুণাময়, কৃপাতে বা দেখা হয়, মোর ভাগ্যে ন জানি কি করে ॥ কহিতেই মূছৰ্ণ হৈলা, সখীর সন্ত্রম পাইলা, কহে সখী দেখ আগে তারে। আইলা কিশোর রায়, গজগতি স্থলীলায়, জাখি মেল কেনে জার ভোরে । সখীর আশ্বাস শুনি, সন্ত্রমে পাইলা ধনী, যত্নে নেত্র মেলিয়া উঠিল । সৰ্ব্ব দিশা দেখি পুনি, নাহি দেখে ব্ৰজ