বিষয়বস্তুতে চলুন

পাতা:কৃষ্ণকর্ণামৃতম্‌.djvu/২২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১২ - কৃষ্ণবর্ণামৃতং । নীরাজনক্রমধুরাং ভবদাননেন্দোনিব্যাজমহতি চিরায় শশিপ্রদীপঃ ॥ ৯৮ ॥ ক্ষিতং তং শৃণু যা। প্রণিধানপুৰ্ব্বং পৃণিতি পরিহাস; সাবধানঃ সন্নিত্যর্থঃ। কিং তৎ অয়ং শশী প্রদীপঃ ভবদাননেন্দো নিরাজনক্রমধুরাং নিমঞ্জনপরিপাট ভারং চিরায় নিবজিং যথা স্যাত্তথা। অর্থতি। ত্বদাননং নিমখ দুরে প্রক্ষেপ্তং যোগ্যো হয়মিতার্থী ॥ ৯৮ w পূৰ্ব্ব অর্থাৎ প্রাচীন এবং ইদানীন্তন কবিগণ কর্তৃক প্রণিধান পূর্বকও যাহা কটাক্ষিত হয় নাই তাহ অথবা আপনি প্রণিধান পূর্বক শ্রবণ করুন, । চন্দ্ররূপ প্রদীপ আপনার আননচন্দ্রের নিরাজন ক্রমধুর। অর্থাৎ নিৰ্ম্মঞ্ছন পরিপাটী ভlর চিরকালের জন্য নির্ব্যiজরূপে যোগ্য হইতেছেন অর্থাৎ আপনার বদন নিৰ্ম্মঞ্ছন করিয়া দূরে নিক্ষেপ করিবীর যোগ্য হইয়াছেন ॥ ৯৮ ৷৷ যদুনন্দনঠাকুরের পদ্য। বহুরল অন্তরাণি, ন্যকার করিতে ধনী, যে স্মিত বিখণ্ড করি বলি। এইত স্বভাব যার,হেন স্মিত কাতে আর, উপমা দিবারে শক্তি ধরি ॥ - স্বধাসিন্ধু রসে যেই, হেন স্মিত যাতে জরি,সত্য সাধুর্য্য রসানন্দ । তাহার পরম কাষ্ঠী, সৰ্ব্বমনে নেত্ৰ ইষ্ট, সম কেহ না হয় নিবন্ধ ॥ R? কৃষ্ণ কহে কত কত, রসিক মধুর যত, লোক মাৰে সদ নিবসয় । কেনে তাহ সব ছাড়ি, মেসিহে বিবাদ করি, মোরে স্তব কর অতিশয় ॥ ইহা শুনি সেই গণে, অবজ্ঞা করিয়া ভণে, কৃষ্ণপ্রতি