বিষয়বস্তুতে চলুন

পাতা:কৃষ্ণকর্ণামৃতম্‌.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ե8, কৃষ্ণকর্ণামৃতং । চন্দ্রারবিন্দবিজয়োদ্যতবক্ত বিম্বে t চাপল্যমেতি নয়নং তব শৈশবেন ॥ ৩১ ॥ বিন্দয়োর্বিজয়েনোদ্যতমুদ্‌গুং বক্তবিম্বং যস্মিন অতঃ পীনস্তনীনাং যুবতীনাং তাভিৰ্ব্ব নয়নপদ্ধজৈঃ পুজনীয়ে তদোগ্যে। অন্তোংপি বিজয়ী বদ্ধমুকুটঃ সম্রাট নগরযুতিভিনেত্রাজৈঃ পুষ্পবৃক্ট্যাচ পুজ্যে ভবতি অতো দর্শনং দেহী | তি ভাব । স্বান্তৰ্দশায়াং শৈশবে ঐরাধয় সহ বিলাসোচ্ছলিতকৈশোরে।" পীনস্তনী রাধী তন্ধেরপঙ্কজাভ্যাং পুজাহে। বাহাৰ্থঃ স্পষ্টএব ॥৩১ ॥ নয়নপদ্ম দ্বারা পুজনীয় এবং চন্দ্র ও অরবিন্দগণের বিজয়ার্থ উদ্যত মুখবিম্বে আমাদিগের নয়ন সাতিশয় চঞ্চল হই তেছে ॥ ৩১ ॥ -- - যদুননানঠাকুরের পদ্য। &و শ্যামসুন্দর শেখর। এতেক কহিতে রাই, সমুদঘ ৰ্ণাদশ। পাই, ভ্ৰমে কৃষ্ণ দেখে নেত্রওর ॥ তার যে উদ্বেগ দশা, চারি শ্লোক পরকাশ, মনে মনে চিন্তে এই রাই, । কৃষ্ণ যেন আসি কহে, কেন বা চাপল্য ওহে, হেন আর কভু দেখি নাই ॥ . . তুমি সাধী স্থপ্রবর, ধৈর্য্য হয় সুগম্ভীরা, শুন এই আমার বচন । দেখ তোমার সখীগণ, প্রবোধয়ে ক্ষণে ক্ষণ তবে কেন ব্যস্ত কর মন ॥ - কৃষ্ণের এ নৰ্ম্ম বাণী, শুনি ধনি শিরোমণি, নিজ মনে নৰ্ম্ম উটঙ্কিয়া। কহিতে লাগিল। রাই, চিত্তেতে উদ্বেগ পাই, অতিশয় প্রলাপ করিয়া ॥৩১ ॥