পাতা:কৃষ্ণকান্তের উইল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SSS SBBSS BB BB BB BBB BB BBBBB BBBB BBBBS DD DD চীৎকার করিতে করিতে রোহিণী:সেই খণ্ডে খণ্ডে বিচ্ছিন্ন উইল অগ্নিমুখে সমৰ্পণ করিয়া । ভস্মাবশেষ করিল। ; ; ; ; o - কৃষ্ণকান্ত ক্রোধে লোচন আরক্ত করিয়া বলিলেন, “ও কি পোড়াইলি ?” রোহিণী। একখানি কৃত্রিম উইল । কৃষ্ণকান্ত শিহরিয়া উঠিলেন, "উইল! উইল! আমার উইল কোথায় ?” রো। আপনার উইল দেরাজের ভিতর আছে, আপনি দেখুন না। এই যুবতীর স্থিরতা, নিশ্চিগুত। দেখিয়া কৃষ্ণকান্ত বিস্মিত হইতে লাগিলেন। ভাবিলেন, “কোন দেবতা ছলনা করিতে আসেন নাই ত ?” - - কৃষ্ণকান্ত তখন দেরাজ খুলিয়া দেখিলেন, একখানি উইল তন্মধ্যে আছে। সেখানি । বাহির করিলেন, চসম বাহির করিলেন ; উইলখানি পড়িয়া দেখিয়া জানিলেন, র্তাহার প্রকৃত উইল বটে। বিস্মিত হইয়া পুনরপি জিজ্ঞাসা করিলেন, “তুমি পোড়াইলে কি ?” রো। একখানি জাল উইল । কু। জাল উইল । জাল উইল কে করিল ? তুমি তাহ কোথা পাইলে ? রে। কে করিল, তাহ বলিতে পারি না—উহা আমি এই দেরাজের মধ্যে পাইয়াছি? কু। তুমি কি প্রকারে সন্ধান জানিলে যে, দেরাজের ভিতর কৃত্রিম উইল আছে ? রো। তাহ আমি বলিতে পারিব না । কৃষ্ণকান্ত কিয়ৎকাল চিস্তা করিতে লাগিলেন। শেষে বলিলেন, “যদি আমি তোমার মত স্ত্রীলোকের ক্ষুদ্রবুদ্ধির ভিতর প্রবেশ করিতে ন পারিব, তবে এ বিষয় সম্পত্তি এত কাল রক্ষা করিলাম কি প্রকারে? এ জাল উইল হরলালের তৈয়ারি। বোধ হয় তুমি তাহার কাছে টাকা খাইয়া জাল উইল রাখিয়া আসল উইল চুরি করিতে আসিয়াছিলে । তার পর ধরা পড়িয়া ভয়ে জাল উইলখানি ছিড়িয়া ফেলিয়াছ। ঠিক কথা কি না ?” রো। তাহা নহে । কৃ। তাহা নহে? তবে কি ? রে। আমি কিছু বলিব না। আমি আপনার ঘরে চোরের মত প্রবেশ করিয়াছিলাম, আমাকে যাহা করিতে হয় করুন। কু। তুমি মন্দ কৰ্ম্ম করিতে আসিয়াছিলে সন্দেহ নাই, নহিলে এ প্রকারে চোরের মত আসিবে কেন ? তোমার উচিত দণ্ড অবশ্ব করিব। তোমাকে পুলিযে দিব না, 8 s *