বিষয়বস্তুতে চলুন

পাতা:কৃষ্ণকান্তের উইল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম খণ্ড-পঞ্চদশ পরিচ্ছেদ se সকল বৃক্ষের কথা এখন বলিব না বারুণীর কূলে, উদ্যানমধ্যে,এক উচ্চ প্রস্তরবেদিক ছিল, বেদিকামধ্যে একটি শ্বেতপ্রস্তরখোদিত স্ত্রীপ্রতিমূৰ্ত্তি—স্ত্রীমূৰ্ত্তি অৰ্দ্ধাবৃত, বিনভলোচনাএকটি ঘট হইতে আপন চরণদ্বয়ে যেন জল ঢালিতেছে,—তাহার চারি পার্শ্বে বেদিকার উপরে উজ্জলবর্ণরঞ্জিত মৃন্ময় আধারে ক্ষুদ্র ক্ষুদ্র সপুষ্প বৃক্ষ—জিরানিয়ম, ভবিন, ইউফর্বিয়, চন্দ্রমল্লিক, গোলাপ-নীচে, সেই বেদিক বেষ্টন করিয়া, কামিনী, যুথিকা, মল্লিক, গন্ধরাজ প্রভৃতি মুগন্ধি দেশী ফুলের সারি, গন্ধে গগন আমোদিত করিতেছে—তাহারই পরে বহুবিধ উজ্জল নীল পীত রক্ত শ্বেত নানা বর্ণের দেশী বিলাতী নয়নরঞ্জনকারী পাতার গাছের শ্রেণী। সেইখানে গোবিন্দলাল বসিতে ভাল বাসিতেন। জ্যোৎস্না রাত্রে কখনও কখনও ভ্রমরকে । উষ্ঠানভ্রমণে আনিয়া সেইখানে বসাইতেন। ভ্রমল্প পাষাণময়ী স্ত্রীমূৰ্ত্তি অৰ্দ্ধাবৃতা দেখিয়া । তাহাকে কালামুখী বলিয়া গালি দিত—কখনও কখনও আপনি অঞ্চল দিয়া তাহার জঙ্গ - আবৃত করিয়া দ্বিত—কখনও কখনও গৃহ হইতে উত্তম বস্ত্র সঙ্গে আনিয় তাহাকে পরাইয় দিয়া যাইত—কখনও কখনও তাহার হস্তস্থিত ঘট লইয়া টানাটানি বাধাইত। " | সেইখানে আজি, গোবিন্দলাল সন্ধ্যাকালে বসিয়া, দর্পণামুরূপ বারুণীর জলশোভা , দেখিতে লাগিলেন। দেখিতে দেখিতে দেখিলেন, যেই পুষ্করিণীর সুপরিসর প্রস্তরনিৰ্ম্মিত । সোপান-পরম্পরায় রোহিণী কলসীকক্ষে অবরোহণ করিতেছে। সব না হইলে চলে, জল ন হইলে চলে না। এ দুঃখের দিনেও রোহিণী জল লইতে আসিয়াছে। রোহিণী জলে নামিয়া গাত্র মার্জন করিবার সম্ভাবনা—দৃষ্টিপথে র্তাহার গণগ অকৰ্ত্তব্য বলিয়া গোবিন্দলাল সে স্থান হইতে সরিয় গেলেন। । + অনেক ক্ষণ গোবিন্দলাল এ দিক্ ও দিক্ বেড়াইলেন। শেষ মনে করিলেন, এতক্ষণ রোহিণী উঠিয়া গিয়াছে। এই ভাবিয়া আবার সেই বেদিকাতলে জলনিষেকনিরতা পাষাণসুন্দরীর পদপ্রান্তে আসিয়া বসিলেন। আবার সেই বারুণীর শোভা দেখিতে লাগিলেন। দেখিলেন, রোহিণী বা কোন স্ত্রীলোক বা পুরুষ কোথাও কেহ নাই। কেহ কোথাও নাই —কিন্তু সে জলোপরে একটি কলসী ভাসিতেছে । - কার কলসী ? হঠাৎ সন্দেহ উপস্থিত হইল-কেহ জল লইতে আসিয়া ডুবিয়া যায় নাই ত? রোহিণীই এইমাত্র জল লইতে আসিয়াছিল—তখন অকস্মাৎ পুৰ্ব্বাস্তুের কথা মনে পড়িল। মনে পড়িল যে, ভ্রমর রোহিণীকে বলিয়া পাঠাইয়াছিল যে, বারুণী পুকুরে —সন্ধ্যাবেল—কলসী গলায় বেঁধে। মনে পড়িল যে, রোহিণী প্রত্যুত্তরে বলিয়াছিল, . “श्रीव्ह ।” ..* - . -