বিষয়বস্তুতে চলুন

পাতা:কৃষ্ণকান্তের উইল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় খণ্ড-চতুর্থ পরিচ্ছেদ bس G( সব ইনস্পেক্টর, মাধবীনাথকে বিলক্ষণ জানিতেন—ভয়ও করিতেন—পত্রপ্রাপ্তি মাত্র নিদ্রাসিংহ কনষ্টেবলকে পাঠাইয়া দিলেন। মাধবীনাথ নিদ্রাসিংহের হস্তে দুইটি টাকা দিয়া বলিলেন, "বাপু হে—হিন্দি মিন্দি কইও না— যা বলি, তাই কর। ঐ গাছতলায় গিয়া, লুকাইয়া থাক। কিন্তু এমন ভাবে গাছতলায় দাড়াইবে, যেন এখান হইতে তোমাকে দেখা যায়। আর কিছু করিতে হইবে না।” নিদ্রাসিংহ স্বীকৃত হইয়া বিদায় হইল। মাধবীনাথ তখন ব্রহ্মানন্দকে ডাকিয়া পাঠাইলেন। ব্রহ্মানন্দ আসিয়া নিকটে বসিল । তখন আর কেহ সেখানে ছিল না । পরস্পরে স্বাগত জিজ্ঞাসার পর মাধবীনাথ বলিলেন, “মহাশয় আমার স্বগীয় বৈবাহিক মহাশয়ের বড় আত্মীয় ছিলেন। এখন তাহারা ত কেহ নাই—আমার জামাতাও বিদেশস্থ । আপনার কোন বিপদ আপদ পড়িলেই আমাদিগকেই দেখিতে হয়—তাই আপনাকে ডাকাইয়াছি।” ব্ৰহ্মানন্দের মুখ শুকাইল। বলিল, “বিপদ কি মহাশয় ?" মাধবীনাথ গম্ভীরভাবে বলিলেন, “আপনি কিছু বিপদগ্রস্ত বটে।” ব্র । কি বিপদ মহাশয় ? মা। বিপদ সমূহ। পুলিসে কি প্রকারে নিশ্চয় জানিয়াছে যে, আপনার কাছে একখানা চোরা নোট আছে। - ব্ৰহ্মানন্দ আকাশ হইতে পড়িল । “সে কি ! আমার কাছে চোরা নোট ।” মাধবী। তোমার জানা, চোরা না হইতে পারে। অন্যে তোমাকে চোরা নোট দিয়াছে, তুমি না জানিয়া তুলিয়া রাখিয়াছ। ত্র। সে কি মহাশয়! আমাকে নোট কে দিবে ? মাধবীনাথ তখন আওয়াজ ছোট করিয়া বলিলেন, “আমি সকলই জানিয়াছি— পুলিসেও জানিয়াছে। বাস্তবিক পুলিসের কাছেই এ সকল কথা শুনিয়াছি। চোরা নোট প্রসাদপুর হইতে আসিয়াছে। ঐ দেখ এক জন পুলিসের কন্‌ষ্টেবল আসিয়া তোমার জন্য দাড়াইয়া আছে—আমি তাহাকে কিছু দিয়া আপাতত: স্থগিত রাখিয়াছি।” মাধবীনাথ তখন বৃক্ষতলবিহার রুলধারী গুস্ফৰ্ম্মশ্ৰ-শোভিত জলধরসল্লিভ কন্‌ষ্টেবলের কান্তমূৰ্ত্তি দর্শন করাইলেন। ব্ৰহ্মানন্দ থর থর কঁাপিতে লাগিল। মাধবীনাথের পায়ে জড়াইয়া কাদিয়া বলিল, “আপনি রক্ষা করুন।”