পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

কৈকেয়ী। २७ . . . ---- , , , , , -- -- - --- - উৎকণ্ঠাফুটিত চিত্ত-কখন প্রভাত হইবে, কখন আমরা রামকে দেখিব—সকলের মুখেই এই এক কথা। পীতকৌষেয়বাস, সৰ্বাভরণসম্পন্ন, কিরীটকটকোল, কৌস্তুভভরণ, শত-কন্দর্প-সুন্দর শ্যাম-কলেবর, রামচন্দ্র কথন গজারূঢ় হইয়া হাস্যমুখে অভিযেকের জঙ্গ আসিবেন; শ্বেতছত্র ধারণ করিয়া কখন তাহার লক্ষাধিত শ্রীলক্ষ্মণকে ঐ সঙ্গে দেখিবেন। | প্রভাত হইয়া গেল। রাজা ত এখনও আসিলেন না, পুরবাসিগণ অত্যন্ত চিন্তিত হইয়াছে। এমন সময়ে মন্ত্র বাজার নিকটে গমন করিলেন। সুমন্ত্র রাজাকে নিতান্ত দীনভাবাপন্ন দেখিলেন। কৈকেয়ীকে কারণ জিজ্ঞাসা করিলেন। কৈকেয়ী মিথ্যা কথা বলিল—বলিল ‘রাজা রামাভিষেক-কার্যে সমুৎসুক হইয়া জাগিয়াই রাত্রি অতিবাহিত করিয়াছেন, তাই তিনি পরিশ্রান্ত হইয়া নিদ্রায় অভিভূত হইয়াছেন। সুমন্ত্র ! অন্য বিচারের প্রয়ােজন নাই, তুমি শীঘ্র রামকে এখানে আনয়ন কর। “রামমনয় শীঘ্রং ত্বং রাজা দুষ্টমিহেচ্ছতি”। রাজার মুখে না শুনিলে মন্ত্রী কিছুই করিতে পারেন না ইহাই রাজনীতি। সুমন্ত্র কৈকেয়ীকে তাহাই বলিলেন। তখন রাজা আজ্ঞা করিলেন। সুমন্ত্র রাম-মন্দিরে গমন করিলেন-বলিলেন “হে রাজীব-লােচন! তােমার মঙ্গল হউক। শীঘ্র আমার দুত তুমি পিতৃভবনে আইস।