পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

কৈকেয়ী। কে কয়রা কিন্তু এই স্ত্রীর সহিত কিরূপ ব্যবহার করিতে হইবে তাহা আপন মন্ত্রদাতা হ্মণকে জিজ্ঞাসা করেন। বাহ্মণ বলিয়াছিলেন-“মহারাজ তােমার স্ত্রী মরুক বা স্থানান্তরেই গমন করুক, তুমি কদাচ আপন জীবন অগ্রাহ্য করিয়া স্ত্রীর কথা মত কাৰ্য্য করি ওনা” “ম্রিয়তা ধ্বংসতাং বেয়’ মা শংসী মহাপতে”। সুমন্ত্ৰ সৰ্ব্বসমক্ষে ক্রোধ প্রকাশ করিয়া কহিলেন “কন্যা মাতার মত হয় আর পুত্র পিতার মত হইয়া থাকে।” “পিত সমনুজায়ন্তে নর মাতঙ্গনা।” এই ৩ বাণে ও কৈকেয়ীর হৃদয় বিদ্ধ হইল না। কৈকেয়ীর খও বিবর্ণ হইল না। “নৈব স ক্ষুভ্যতে দেবী ন চ স্ম পরিদৃষতে। ন চাষ্য। মুখবর্ণ নক্ষতে বিক্রিয়া তদ! |” আশ্চর্য এই স্ত্রীজাতি ! যাহারা এত কোমল ইহার। দৃষিতা হইলে কিরূপ শয়তানী হইয়া উঠে। ইহার বিনা অগ্নিতে পুরুষকে দ করে। | রাজা কিছুতেই কিছু হইল না দেখিয়া সুমন্ত্রকে আজ্ঞা করিলেন “আমার ধনকোষ ও ধাগ্রসঞ্চয়, কুমার রামের অনুগামী হউক--তিনি বনেও ঋষিদিগের সহিত মিলিত হইয়া যেন যজ্ঞাদি অনুষ্ঠান করেন, যেন দক্ষিণ প্রদান করেন। রাজার বাক্যে কৈকেয়ীর মুখ শুষ্ক হইল--স্বর অবরুদ্ধ হইল। কৈকেয়ী বড় ভয় পাইল, মনে ভাবিল “ধনত গেল”। প্রবল তিরস্কারেও কৈকেয়ী কোন কথা