এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
কোর্-আন্ শরীফ
ভাই গিরিশচন্দ্র সেন কর্ত্তৃক
মূল কোর্-আন্ শরীফ হইতে অনুবাদিত।
ভিন্ন ভিন্ন প্রসিদ্ধ তফ্সির অবলম্বনে টীকা লিখিত।
“পরমেশ্বর ব্যতীত উপাস্য নাই, মোহম্মদ তাঁহার প্রেরিত ও ভৃত্য।”
“পুথিবীতে যে সকল বৃক্ষ আছে, যদি তাহা লেখনী হয় ও সাগর তাহার মসী হয়, তাহার পরে (অন্য) সপ্ত সাগর হয়, তথাপি ঈশ্বর সন্মন্ধীয় কথা সমাপ্ত হইবে না; নিশ্চয় ঈশ্বর বিজেতা ও বিজ্ঞানময়।”
কোর্-আন্ শরীফ, সূরা লোক্মান, ৩ রকু।
চতুর্থ সংস্করণ
১৩৪৩ সাল; ১৯৩৬ খৃঃ
নববিধান পাব্লিকেশন কমিটী
“ভারতবৰ্ষীয় ব্রহ্মমন্দির”
৯৫, কেশবচন্দ্র সেন ষ্ট্রীট, কলিকাতা।
সর্ব্বস্বত্ব সংরক্ষিত]