পাতা:কৌতুক নাট্য ও বিবিধ কথা.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সূক্ষ ডাক্তারি। অন্তঃপুরের বারান্দ, যাদবচন্দ্রের প্রবেশ। যাদব। তোর হাতে কি রে, মানি ? বড় এলাচ বুঝি ? ফেলে দে– ফেলে দে, এমন অমুখ করবে ! মানির দ্রুতবেগে পলায়ন । ] যাদব । ( পশ্চাদ্ধাবিত হইতে হক্টতে পথে খোকাকে দেখিয়া )-- তোর গাল ট্যাবলা যে ? কি খাচ্ছিল ? থোকা । মিশলি । যাদব । ( কোলে লইয়া ) ছিঃ ! মিছরি খায় না, ফেলেদে, হাতে আরো রয়েছে যে, --দেখি---? * খোকা। কাকাবাবু খাবি ? ( এক টুকরা যাদবের মুখে-এবঃ বাকী সমস্তটা নিজের মুখে পূরিয়) তুই ধl, মমি খাই ? যাদব। আচ্ছপ, কিন্তু আর যেন পাসনে, বুঝলি? ঝি, খোকাকে নে। এই যে শশি, কচুরি পাচ্ছিল ? কে দিলে : ফ্যাল, বলছি--ফ্যান ফ্যাল, সদা এতে ওলাউঠ হবে, ডাক্তার কনেমারা পঃ লিখেছে। শশির হাত হইতে কচুরি কড়িয়া নিক্ষেপ্ত—শশির কাদিস্তে কাদিতে প্রস্থান । মেজ বোয়ের ঘর, যাদবের প্রবেশ । য}দব । শুয়ে যে ? আহারের ব্যবস্থা কেমন চলছে বল দেখি ? বে। তুমি ভাই, যেমন বলেছ।