পাতা:কৌতুক নাট্য ও বিবিধ কথা.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ কথা । අළු তা বলে মানুষ কি গো হবে লক্ষ্যহীন ? শুধুষ্ট কি স্বপনেতে কাটাবে জীবন ! উদেহুে দোষিব কি গো সিদ্ধির শিখরে উঠিবারে আমি আজ বিফল বলিয়া ? পৰ্ব্বতের পদতলে থাকি যদি মরে, অষ্ঠেত উঠিতে পারে উপরে চড়িয়া ! २ যেখানে কম কাজ সেই থানেই বৃথা গৰ্ব্ব । কিন্তু আমাদের দেখিতেছি উটি ! আমাদের যেমন লম্বা চোঁড়া গৰ্ব্ব -তেমনি লম্ব। চৌড় কাজ । ছোট কাজের ভর আমরা বহিতে পারি না, বড় কাজের বেলুনের মধ্যে চড়িয়া সৰ্ব্বদা আপনাকে উড়াইয়ু লইয়া চলি । আনরা নিজের কুসংস্কার দূর করিতে চাহি না, পরের কুসংস্কারের প্রতি সদাই দৃষ্টি রাখি, ঘরের অজ্ঞানতা দূর করিতে আমাদের আদপে প্রয়াস নাই, পরের অজ্ঞান তিমির দূর করিতে আমরা সৰ্ব্বদাই ব্যস্ত ! তাই কাজের ভিড় আমাদের বড় বেশী । একটি গল্প আছে এক জনের বাগানের একটি গাছে অত্যন্ত মুকুল ধরিত, কিন্তু ফল কিছুই হইত না, ইহা দেখিয় তাহার বন্ধু পরামর্শ দিলেন “গাছটির কতকগুলি শাখা কাটিয়া ফেল, মুকুল কম ধরিবে—কিস্থ সেই মুকুলে ফল ফলিবে । তাহাই হইল। আমাদেরও কাজ বড় বেশী রকম ফলাও হইয় পড়িয়াছে---কিছু কমান অবশুক । ు একজন ধোবার একটি গাধা ছিল । নদীর কিনারায় একখানি জেলে-নৌকা ছিল, গাধা নদীতে জল খাইবার জন্য নৌকাথানিতে যেমন ল:ফাইয় পড়িল—নৌকাখনি অমনি ভাসিয়া গেল । এইরূপ