পাতা:কৌত্তক বিলাস.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, )ee কৌত্তক বিলাস । অতএব যক্ষ সম থকিলে কি হবে চিনির বলদ প্রায় বৃথা আশা ভবে ৷ এই বর দেহু হর আমার বচনে । ভোগ করে যেন পতি আপনার ধনে ॥ হর কন এই বর দিতে না পারিব। বরঞ্চ লহ যে বর অন্য ধন দিব । যার ধন সেই বিনা কেবা করে ব্যয় । যক্ষ সম রক্ষা করে কত দুরাশয় দেখ পূৰ্বে কৃপণ আছিল যত জন ॥ নানা পন্থা করি ধন কৈল উপাৰ্জ্জন । অসংখ্য রাখিয়া মুদ্র না মরিল ব্যয় । মরণ কালেতে শুদ্ধ ভাবিল বিস্ময় ॥ যক্ষের মধে্যুতে তারে করি যে গণনা । সেখন তাহার নয় ভাবে যায় জান ৷ সেই বংসে জন্মে তাহা যে করিল ব্যয় । সেখন তাহার হয় নাহিক সংশয় । রাখিলে কি হবে নিধি না হইলে তার ব্যয় করি বারে পারে সাধ্য আছে কার । অতএব এখনের যক্ষ মাত্র স্তুমি । অন্য অধিকারি অাছে সত্য কহি আমি ॥ বিপ্ৰ ৰলে সে কেমন শুনি ইতিহাস । ম্বোপঞ্জিত ধন মোর সৰ্ব্বত্রে প্রকাশ। দেব বিপ্ৰ নাহি সেবে করেছি সঞ্চয় । কেমনে করহ আজ্ঞা মোর ধন নয় ॥ হয় কহে নেতো নামে রজক রমণী । এখন সকল তার অামি ভাল জানি সে যদি বরুণ করে তোরে বিছু দেয়। হয় কি না হয় ভোগ তাহাতে সংশয় ॥ শুনি বিপ্র পঞ্চামনে বলে ক্ৰোধে বাণী স্বস্থানে প্রস্থান এবে কর শূলপাণি ॥ অহঙ্ক্যন হৈল শিব বিপ্র কোপ মন । আরগ্য হইল মাত্র -