পাতা:কৌত্তক বিলাস.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৌত্তক বিলাস । אeס শোকে দ্বিজবরঃ নাহি যায় স্থানান্তরঃ অহৰ্নিশ বসি থাকে তথা । আহার নিস্ত্র। যথা কালে সলক নাহিক ফেলেঃ শিৰ বাক্য করিতে অন্যথা। পরে শুন বিবরণ সেই দেশের রাজনঃ বাণিজ্য কারণ করে যাত্র। গ্রাম বাসী নারীগণ আইল যুদ্ধত জন গমনের শুনিয়া সুবার্তা ৷৷ প্রস্তক্ষেতে জনে২৪ কিবা সাখ কার মনেঃ সকলে সুধান মহীপাল। যার যে কাসন ছিলঃ আনিতে ভূপে কহিল শেষে নেতে কহিল রসাল। রাজা বলে থোপাৰীঃ তোমার বাসনা কি? নেতো এত শুনি বাণী কহে যদি মোরে দয়া কর নয়নে প্রস্তর হেরং পাট আড় দীর্ঘ সম রহে ৷ দেখিবে যেখানে স্তু মিঃ আনিবে কহি যে আমিঃ এই মোর মন অভিলাষ । সেই কথা রাখি মনে চলে ভূপতি পাটনে বাণিজ্য করিয়া এসে বাস। আসিতেই জলেঃ তরি তার নাহি চলেং চড়ায় লাগিল দৈৰ ফলে । নাম্বিয়া নাবিক গণ ঠেলাঠেলি কতক্ষণঃ করে পরে সে তরণী চলে ৷ ভাড়ি মাঝি জন পদে সেইত প্রস্তর বাদে দ্বিজ তাহ দেখে রুষ্ট মন । কি আছে জলেতে বলেঃ জন দশ বারো মিলে? ভলে শিলা অতি সুগঠন । ব্রাহ্মণ দেখি নয়নেঃ শিরে করাঘাত স্থানে রাজা কহে আনরে তুরিতে। নেতে ধোপানির তরে বিধি এই দিল মেরে দিব তারে বসন কাচিতে এত বলি তরি লয়ে চলে রায় হৃষ্ট হয়ে ধারেই চলির