পাতা:কৌত্তক বিলাস.djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>eB কেীৰ্ত্তক বিলাস । সমুখে রাখে করি ষোড় পাণি ॥ প্ৰণাম করিয়া তারে হাস্যমুখে কয়। গরিবের প্রতি কৃপা কর মহাশয় ॥ স্বালার উপরে জ্বালা কাট ঘায় লুণ। ক্ৰোধে কটুভাষে বিপ্ৰৰূলন্ত আগুন বলে শালি দূরং পাপি দুৰ্বাচার পুনশ্চ কহিলে শাস্তি হইবে তোমার৷ আর নানা কটু ভাষে করিল ভৎসন । বিশেষ না জানে নেতে ভাবে মনে মন । অপমান ভয়ে রাম ফিরে ঘরে যায় । কে মনে ব্রাহ্মণে দিবে ভাবিছে উপায় ৷ ব্ৰাহ্মণের নামে আমি রাখিয়াছি ধন । পুনশ্চ হরিব তাছা করিয়া কে মন । ভাবিতেই তথা গোপ এক জন । দধির পসরা মাথে দিল দরশন ! নেতো কহে শুন ঘোষ বচন আমার । যদি এই.দ্বিজবরে দধি দিতে পার । এক শত মতি দিব দধির ভিতর । রাখিয়া আইস ভুমি বিপ্রের গোচর ॥ তোমার দধির মূল্য এক তঙ্ক লহু। আমার মাথার কিরে কাহারে না কহ ॥ শুনিয়া গোয়। ল। দধি লইয়ে পসরা । বিপ্রের নিকট গিয়া উত্তরিল ভূরা বলে আমি অভাজন নাহি পুণ্য লেশ। কিদিয়ে তরিব ভবে না জানি বিশেষ u ব্রাহ্মণ জগত গুরু কপে তরু ময়। কিঞ্চিৎ সুব্রস দধি লহ মহাশয় ॥ এত ভাবি দধিরাখি সে করে গমন । আহার করিবে বিপ্ৰ হুইয়ছে মন৷ হেন কালে বগিরাজ নক্কর আইল । সমুখে দেখিয়। দধি ত্ত্বলিয়া লইল । ভয়েতে ব্রাহ্মণ কিছু বলিতেন!