পাতা:কৌত্তক বিলাস.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কেীৰ্ত্তক বিলাস। پس , هيلهج অন্নে দিলে শুনি রাম বলে বিবরণ পণ্ডিতের সূত হয়ে নীচ লোক সঙ্গে লয়েঃ সদা ভমি কররে ভূমণ ॥ একারণ তব তাতঃ শপথ দিল নিৰ্ঘাতঃ তাই ছাই দিলাম তোমারে । জননীর বাণী শুনে অত্যন্ত বিবেক মনে উঠি সুত নমস্কার করে। কান্দিয়া তনয় কহেঃ এই অন্ন শিরে রহে অন্নে মোর সহশ্ব প্রণাম । নাখাইব ন। স্কুইব এদেশে নাহিক রব মাত পিতাকার হেন বাম ॥ কুপুত্র যদ্যপি হয়। কুমাতা কখন নয়। লোক শান্ত্রে এই কথা করে। সে কথা হইল বৃথা এমন না দেখি কোথাঃ কার মাতা পিতা হেন রহে ৷ কহিতে বিদরে বুক কারে না দেখাব মুখ আশে গ্রাসে ছাই দিল মায় । এত ভাবি জননীরেঃ তখনি প্রণাম করেও বিবেকেতে বনে চলে যায়। ঐশ্যাম কহেন সত্যঃ বিবেক বিরহে তত্তঃ বস্তু নাহি কোন জন পায় ৷ যথায় বিবেক বর্তেঃ সেই নর ধন্য মৰ্ত্তে নমস্কার কোটি তার পায় । , , , . . . . . মথুরেশের প্রবাস গমন ও জম্ভদ মুনির । - সহিত মিলন । । يع পয়ার। মনেং বিবেক বাসনা করি সুত । নিজদেশ ছাড়াইয়া ফাইল তুরিত একবস্ত্র পরিধান দ্বিতীয় রহিত সরোবর নীরে তার আহার বিহিত। পত্র ফল ফুল আদি যখন যা মিলে। জীবন ধারণ ছেত্ত ভঞ্জে