পাতা:কৌত্তক বিলাস.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৌত্তক বিলাস । ילל তাহারে বলে কি ভাবনা আর সপুষ্ক পাইলে এৰে ভবে হবে পার । মধুরেশের মন্ত্র সিদ্ধি ও নবদ্বীপ যাত্র। পরার। মুনি কহে এক কথা সুখাই এখন। দীক্ষা শিক্ষা হইয়াছে কি আছ বঞ্চন। মথুরেশ বলে প্রস্তু কিছুইন জানি। আমার সমান আর না আছে অজ্ঞানি শুনিভই মুনিরাজ বলে ভাল বটে। সুনি করি আইস জত আমার নিকটে ৷ আজি তবে সংস্কার করিব তো মার। শুনি সুনি কুরি পুন আইল কুমার। এখানেতে কম্পতরু হয়ে ঋষি রয় দিৰে যে অমূল্য ধন যাহা ভাগ্যে হয়। বাহ্য কার্য শূন্য হয় জ্ঞানেতে বিভোর। হেন কালে মথুরেশ আসিল গোচর। স্বস্তি বলি নিজ মন্ত্র তারে করে দান । পুন হায়ং করে পেয়ে বাহ্য দান কুমার কহিছে কেন হইল বিষাদ । ঋষি বলে আজি মম ঘটিল প্রমাদ।। সকল দৈবের বশ কি দোষ কাহার। নিশ্চয় হইবে মৃত্যু আজিরে আমার। মধুরেশ সবি শেষ না জানি কারণ। যেই মহামন্ত্রে দীক্ষা মুনির মন্দন। সেইতে স্বৰীজ মন্ত্র দিল দ্বিজ যুতে। কত পরি গুম কৈল চেতন করিতে t বনে বসি রাশিং মস্ত জপ করি । শতং পুরশ্চর্যn তাহাতে প্রচারি। আপনার মন্ত্র পরে করিলে প্রদান । কখন নাহিক রয় সাধকের প্রাণ দিয়া বীজ মন্ত্র তেজোহীন হইল মুনি। প্রাকাশ