পাতা:কৌত্তক বিলাস.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, কৌত্তক বিলাস । ১৭ নানাগুণ দ্রব্য, রাখে বরণ ডালায় । আপাদ মন্তক মাপি সূত্র পরিমাণ। ব্রাহ্মণী বরণ করি সপ্তপাক যন পরে গণটিছড়া বান্দি বসিল বাসরে । নারীগণ আসি তথা পরিহাস করে। কেহ কহে কোথা থাক আগর নাগর। কেহ বলে চায়ে দেখ এই যেন চোর। কেহ বলে ভূপতি পারে কোলে কর। কেহ বলে রাজাf प्लेज़ . কঠিন অন্তর। কোন জন বলে গীত গাহ হে রাজ ল । কেহ হাসি কৰ্ণে কর দিতেছে তখন ৷ এইমতে কত কহে কি কহিব আর । কহিতে না পারি পুথি বাড়িছে আমার। পরে গ্রামবাসি আসি পড়সি নাগরী। অন ঙ্গে অবশ হয় কৃষ্ণচন্দ্র হেরি। অপৰূপ রাজৰূপ কাম কূপ প্রায় । হেরিয়া রমণীগণ ধৈর্য হারায় । বির’হ বিভোর হয়ে যত নারীগণ । খেদ ছাল করে তারান্ধপের বর্ণনা। সেইতে বিরহ সিন্ধ, কে বণিতে পারে। কিঞ্চিং কহিছে শ্যাম সাধ্যানুসারে। . স্ট্রীগণের বিরহ ও রাজার রূপ বর্ণন । চৌপদী। যত নারীগণঃ হয়ে হৃষ্টমনঃ করিছে গমনঃ বাসরে রাজদশনে । নগরনগরীঃ চলে সারিখঃ কৌত্তক প্রচারিঃ প্রেমরস আলাপনে ॥ করে মুখে হাসিঃ বেহ মৃদুভাষি কেহ করে আসি কথা কহে সংগোপনে। পথে যেতেহঃ কহে কত মতেঃ যার যেই চিতেঃ উদয়