পাতা:কৌত্তক বিলাস.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৌত্তক বিলাস । *Nう জলের লিখলু কখন চেতন থাকিকখন মরণ ৷ অন্য ৰূপবতি তাই করিয়ে শুবণ। রোদন করিয়া বলে নিজ বিবরণ কহিবার কথানহে নাকহিলে নয়। তস্কর দুষ্কর পতি সদা মনে ভয়৷ রজনীতে তার সঙ্গে নাহিক মিলন বোন পোড়া মৃগী সম থাকি সৰ্ব্বক্ষণ ॥ তাহার যেমন মন আমার তা নয়। সদাভাবি কোনদায় কখন কিহয় । পদ্মপত্রে জল হেন প্রাণ কাপে ধড়ে । চোরণীর মন থাকে " ই অ’াদারেপড়ে। তার কথা শুনে কহে অন্য রসবর্তী। শুনলে আমার দুঃখ যতেক যুবতী ॥ চির বিরহিণী আমি নহে পতি সঙ্গ। কি দোষ তাহর দিব সেই ধূজ ভঙ্গ কথায় কুলানী করে রসিকতা বড় ভুবনে বিখ্যাত হেগো রোগী মুখে দড়। ঝাকনী কাপনী সার করেঙ্গুলাতন । এমন পতির কেন না হয় মরণা শরদ নীরদ পতি রতিতে বঞ্চন । ঘন২ গরজন নহে বরিষণ । কেবল আমার গুণে বাড়িয়ছে ৰংশ । নহিল এতেক দিনে হইত নির্বংশ ৷ অন্য ৰূপবতী কহে নিজ বিবরণ মাতাল দাতাল পতি আতি অভাজন ৷ বিষম বহু-স সেটা বাৰ্ত্তলের সম । অনাচার দুরাচার সদা তার তম। চলিতে চরণ টলে পড়য়ে খানায় শূণাল কুক্কুর মুখে মুতে দিয়া যায়৷ কটুভাষেকছু মোর করয়ে তাড়ন। কখন বা পায়ে ধরে যবে যাহা মন ৷ দেখিয় তাহার ভঙ্গি হই মৰ্ম্মভেদী । হাসি পায় ক্ষণেক ক্ষণেক বসি