পাতা:কৌত্তক বিলাস.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(te কৌত্তক বিলাস । পাটীঃ মাটি ঢাকা বাটী খিলান প্রস্তুরে দৃঢ়। রাখে গড়ভরে বারুদ প্রচুরে গোলা গোলী কামান। লক্ষং ফৌজঃ নিত্য২ ভোজঃ কায়াজ করে নিশানা যত টীকা পায়ঃ সৈন্যেরে খাওয়ায়ঃ দেখিয়া কহে রাজন । শুন মন্ত্রিরাজঃ একি তব কাযঃ এতেক সামন্ত কেন । হাসি মন্ত্রি কয়ঃ তোমার কি ভয়ঃ সুখে তুমি রাজ্যভুঞ্জ। খাও পর আর নানাসুখকর, দান দেয় পুঞ্জ২॥ যাহা ইচ্ছ। হবে আমারে কহিবে সুখেতে রুহ ভূপাল। মম বাঞ্চ, যাহ। দেখ করি তাহ তোমার কি মন্দ ভ{ল । শুনে রাজা কয় কর মহাশয় যাহা ইচ্ছা হয় তব ॥ যেন দুখ আর নাহয় আমার বুঝে কর অনুভব। এৰূপে দুজনে রহে হৃষ্ট মনে পরে কর চাহে ভূপে। শুনি রাজ বলে মন্ত্রি কোথা গেলে দেও আসি কর নৃপে । শুনিয়া তখন আপনি গমন করে মন্ত্রি তথাকারে । যাইয়া প্ৰণাম কহে পরিণাম পড়েছি বিষম ফেরে। প্রজা অজানিত নাহয় শাসিত লহ হে কিঞ্চিৎ কর। এতেক কহিয়া দিলেক ধরিয়া চৌথ অংশ বরাবর । সিকি ভাগ জমা দিয়ে বলে ক্ষমা এসন রাজন কর । আগামি বৎসরে সকল তোমারে পরিশোধ দিব কর । এতবলি তথ। চলিলেন যথা বসিয়া আছে নৃপতি। রাজারে সকল কহিল কুশল আমি মুক্তি কি অভাব। এতবলি পুন রাখে সৈন্যগণ আগমন অনুভব করে তার দক্ষ,