পাতা:কৌত্তক বিলাস.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২ কৌত্তক বিলাস ॥ । পনে আমারে দিবে শুন মহাশয় ॥ ধনেতে সন্তোষ হয় সেইে দোকান দার। সদাকাল রহিল নিযুক্ত কৰ্ম্মে তার পরেতে পাগল বেশে ভমে মন্ত্রীবর। তন্নংকরিয়া নগর ঘর২ tা বদনে সদাই তার একথা প্রকাশ। প্রতাপরুদ্র বাধা আছে শুনি রাজবাস । চারিজন রাজমন্ত্রি সমান রাজার দাস হয়ে চরণ সেবিয়ে যে তাহার ॥ ছয় মাশ দাস করি করিয়া চাতুরি। তবেতে রাজায় তারা অ! নিয়াছে ধরি। এবার তাহার মন্ত্রি একেলা আসিয়া । ধরে লয়ে যাইবে এরাজারে বন্ধিয়া । আর এই কথ। কহে মেৰা হবে তার । রাখিতে রাজার মান চিলুক এবার ৷ ইহা শুনি লোকগণে করে কানাকানি । পাগল নহিলে বলে অসম্ভব বাণী ॥ নৃপতি শুবণ করে আপন শুবণে । কহিল এমত কথা কহ কিকারণে ॥ মন্ত্রি কহে তোমার আমাত্য চারিজন । ছয় মাস করে তার চরণ সেবন পরেমৈত্রভেদ করি করিয়া চাতুরি। আনিয়াছে মহারাজে ছলকরি ধরি। সেসময় মন্ত্রিরাজ না ছিল সেখানে । তাহার সমীপে ভপে কেব। ধরে আনে। এখন তাহারা সবে আছে বর্তমান । সচেষ্ট রহুক তব করিতে কল্যাণ ॥ যাহয় উচিত কর এই সমাচার। পরি বৰ্ত্ত হবে বন্ধ বিরুদ্ধে তোমার ॥ শুনি বাণী নৃপমণি হাসে খলখ । নিতান্ত যানিল মনে এবড় পাগল। রাজা বলে খানা পিনা হুই সাইজী । শুনিয়া পাগল