পাতা:কৌত্তক বিলাস.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৌত্তক বিলাস ॥ ولهb অতি ভাল বাসে রোষে তোষে পরিভোষে অনায়াসে বিপদে নিদ্ধতি । সভাস্বজনের কথা ভূপতি করে অন্যথাঃ নহে বৃথা ভগার ভারতী ॥ সভাজনে যদি বলে অশ্ব চারি পদে চলেঃ ভগবান তিন যদি কয় । রাজা বলে তিন হবেঃ ভগা নাহি মিথ্যা কবেঃ সভাস্থের সত্যে অপ্রত্যয় । সভাজনে যদি কয় দেখ চক্ষে মছ৷ শয়ঃ হয় হয় চত্ত খুর ধারি। রাজা বলে আর কেন কর মেরে জ্বালাতন ভগবান না জানে চাত্তরী। এই ৰূপ ভগবান রাজার স্বরূপ জ্ঞান যাহা করে রাজারে তা হয় পাত্র মিত্র দেখে রঙ্গঃ ছাড়াইতে তার সঙ্গঃ মনে২ করিল নিশ্চয়। বাদুরে জনার কপি যাহা বলে তাহ জপি রাজা ভগবানের তেমন। যদি কৃপা করে কালি ইহার বিহিত কালীঃ চুন কালী করব ভূষণ কহিতে ভাবিতে ভণ্ডঃ অস্ত হৈল যে মাৰ্ত্তণ্ডঃ ভগবান নিকেতন চলে। পরে পাত্র মন্ত্ৰিগণঃ দ্বারিকে করে বারণঃ রাজ আজ্ঞা শুনরে সকলে । ভগবান চুীকরে গিয়াছে অ৷ পন ঘরেঃ রাজা তারে হয়ে ক্রোধমন । দরিদ্র বলিয়া তারেং দোষ দণ্ড মাপ করেঃ আসিবারে হজুরে বারণ। যদি কেহ তারে ছাড়ঃ দমনে ভাঙ্গিবে হাড়ঃ শিরচ্ছেদ তখনি তাহার। শুনি তাহা সত্য জ্ঞানেঃ সেই বাক্য শিরে মানেঃ ভগা নাহি জানে সমাচার। নিশি শেষ প্রতীকালেঃ ভগবান দ্রত চলেং দ্বারপালে দিল দরশন। .