বিষয়বস্তুতে চলুন

পাতা:ক্ষণিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

অনবসর

ছেড়ে গেলে হে চঞ্চলা,
হে পুরাতন সহচরী!
ইচ্ছা বটে বছর-কতক
তোমার জন্য বিলাপ করি-
সোনার স্মৃতি গড়িয়ে তোমার
বসিয়ে রাখি চিত্ততলে,
একলা ঘরে সাজাই তোমায়
মাল্য গেঁথে অশ্রুজলে,
নিদেন কাঁদি মাসেক-খানেক
তোমায় চির-আপন জেনেই-
হায় রে আমার হতভাগ্য,
সময় যে নেই, সময় যে নেই॥

বর্ষে বর্ষে বয়স কাটে,
বসন্ত যার কথায় কথায়,
বকুলগুলো দেখতে দেখতে
ঝ’রে পড়ে যথায় তথায়,

২৮