পাতা:ক্ষণিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

ঘাটের শানে বাজছে কলস,
ক্ষণে ক্ষণে।
সে-সব কথা ভাবছি বসে,
অকারণে॥

দীর্ঘ হয়ে পড়ছে পথে
বাঁকা ছায়া,
গোষ্ঠঘরে ফিরছে ধেনু,
শ্রান্তকায়া।
গোধূলিতে খেতের ’পরে
ধূসর আলো ধূ ধূ করে,
বসে আছে খেয়ার তরে
পান্থজনে।
আবার ধীরে চলছি ফিরে
অকারণে॥

৮৬