পাতা:খাপছাড়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>Rb" ৯২ খড়দয়ে যেতে যদি সোজা এসে খুলনা যত কেন রাগ করে, কে বলে তা ভুল না। মালা গাথ পণ ক’রে আনে। যদি আমড়া, রাগ ক’রে বেত মেরে ফাটাও না চামড়া, তবুও বলতে হবে—ও জিনিষ ফুল না। বেঞ্চিতে বসে তুমি বলে। যদি —“দোল দাও” ; চ’টে মটে শেষে যদি কড়াকড়া বোল দাও, পষ্ট বুঝিয়ে দেব, ওটা নয় ঝুলন। যদি বা মাথার গোলে ঘরে এসে বসবার হাটুতে বুরুম করে একমনে দশবার, কী করি, বলতে হবে,—ওখানে তো চুল না।