পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 loى অবারিত ওগো, তোরা বল তো এরে ঘর বলি কোন মতে । কে বেঁধেছে হাটের মাঝে আনাগোনার পথে । আসতে যেতে বাধে তরী আমারি এই ঘাটে, _ம் যে খুশি সেই আসে— আমার এই ভাবে দিন কাটে । ফিরিয়ে দিতে পারি না ষে হায় রে— কী কাজ নিয়ে আছি, আমার বেলা বহে যায় যে, আমার বেলা বহে যায় রে । পায়ের শব্দ বাজে তাদের, রজনীদিন বাজে । & 2