পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মেঘ অাদি অন্ত হারিয়ে ফেলে সাদা কালো আসন মেলে পড়ে আছে আকাশটা খোশ-খেয়ালি— আমরা যে সব রাশি রাশি মেঘের পুঞ্জ ভেসে আসি আমরা তারি খেয়াল, তারি হেঁয়ালি । মোদের কিছু ঠিক-ঠিকানা নাই, আমরা আসি আমরা চলে যাই । ওই-যে সকল জ্যোতির মাল৷ গ্রহ তারা রবির ডালা জুড়ে আছে নিত্যকালের পসরা, ওদের হিসেব পাকা খাতায় আলোর লেখা কালো পাতায়— মোদের তরে অাছে মাত্র খসড়া । রঙ-বেরঙের কলম দিয়ে এ কে যেমন খুশি মোছে আবার লেখে । இது ம