পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেখি অাজ অামারে দ্বাৱে ছাৱে . ফিরতে নাহি হবে । বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্ত ছড়াবে তুই ধারে— মুঠা মুঠ কুড়িয়ে নেব, নেব ভারে ভারে । সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে । দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ “আমায় কিছু দাও গো’ ব’লে বাড়িয়ে দিলে হাত । একি কথা রাজাধিরাজ— '* , , “আমায় দাও গো কিছু’ । yهgه