পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুয়ার ধারে তোমার কাছে চাই নি কিছু, জানাই নি মোর নাম । তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম । একলা ছিলেম কুয়ার ধারে নিমের ছায়াতলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে । , আমায় তার ডেকে গেল,

  • আয় গে। বেলা যায় ।" কোন আলসে রইনু বসে

কিসের ভাবনায় ! পদধ্বনি শুনি নাইকে। কখন তুমি এলে। কইলে কথা ক্লাস্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে ‘তৃষাকাতর পান্থ আমি’— শুনে চমকে উঠে &9 c.