পাতা:গঙ্গা-মঙ্গল.djvu/১৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>bro १श्रj-भछठा মুনির গাএ জল লাগে তরঙ্গেতে তপ ভাগে (ভাঙ্গে) ব্ৰহ্মশাপে থাকিমু পড়িয়া ॥ এথেক ভাবিয়া মনে তিন ধারা তিন স্থানে বহি দেবী চলিলা সাগরে । পূৰ্ব্বেত চলিল ধারা যমুনা ত নাম সারা স্বর্য্যের তনয়া মহাবলে ॥ পশ্চিমের ধারা গতি নাম হৈল সরস্বতী বঙ্গি চলিলা সেই দেশে । দক্ষিণে অলকানন্দ সকল তীর্থের কন্দা মুনি দেখি চলিলা হরিসে । তিন মুনি করে স্তব পরম সমাণি জপ না ভাঙ্গিলা মুনির ধেয়ান । চলিলা সুরেশ্বরী তিন রূপে ধারা করি তিন দেশে করিলা পয়ান ॥ ক্ষেণে পূৰ্ব্ববাহিনী হইয়া ত স্বরধুনী ক্ষেণে ক্ষেণে পশ্চিম-ৰাহিনী । দক্ষিণবাহিনী হইয়া নিজ গণ সঙ্গে লইয়া আপনি চলিল। নারায়ণী ॥ জাএন দক্ষিণ দেশে পুরুষের উদ্দেশে আগে ভগীরথ মহাশয়। শুনহ ভকত সব গায়ই মাধব গঙ্গা-মঙ্গল রসময় ॥ سدما كسد Ş