পাতা:গঙ্গা-মঙ্গল.djvu/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ांश्र-मछडण নৃপতি ভগীরথ পুরিয়া মনোরথ হরিসে পুলকে শরীর । পরম অভিলাষে নাটুয়া-বেশে নাচে নয়ানে গলে প্রেমনীর ॥ পশিয়া সাগরে চলিলা পাতালে তথাএ হৈলা ভোগৰতী । অতল বিতল স্বতল তলাতল রসাতল মহাতল গতি ৷ এ তিন ভুবনে বহিছে সম্বনে আপনে পরম কারণে । चिख भांशद আই সে সাধৰ লইলু গঙ্গার শরণে ॥ পয়ার । te ভাটিয়াল রাগ ! পতিত-পাৰনী গো দেৰী স্বরধুনী । তোমার চরণ বিনে আন নহি জানি ॥ দিশ ॥ সগর রাজার বাটি সহস্ৰ কুমার । ব্ৰহ্মশাপে ভস্ম হইআ আছিল পাতাল ॥ সাগরের বালি ভস্ম আছিল পাতালে । গঙ্গার পরশে সব দিব্য দেহ ধরে ॥ দিব্য রূপ ধরি সব উঠে fদৰ্য রখে । ষাটি সহস্র পুরুষ সব হইলা সাক্ষাতে ॥ >bré »ፃ:©