পাতা:গঙ্গা-মঙ্গল.djvu/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জার জেই কামনা করিয়া জলে মরে । সেই সব কাম্য গঙ্গা করেন সফলে । প্রত্যক্ষ হইয়া গঙ্গা রহিল তথtএ | হর হরি দুই জনে করিলা আলয় ॥ বেণীমাধব তথা করিলা প্রকাশ । পরম পাবন তীর্থ দেবের আওয়াস ॥ শতেক ধারার মধ্যে তীর্থ মহাস্থান। জলে অন্তরীক্ষে মৈলে একহি সমান ॥ অন্য স্থানে হএ মুক্তি মৈলে গঙ্গাজলে । বারাণসী হএ মুক্তি জলে আর স্থলে । ՖԵ oo গঙ্গাসাগরে মুক্তি এ সৰ্ব্বলোকে । জলে স্থলে মরে জেবা মরে অন্তরীক্ষে । শ্মশানের অস্থি যদি পড়ে গজার জলে । কীট পতঙ্গ আদি সকল উদ্ধারে। গঙ্গাএ জার মৃত তন্ত্র তরঙ্গে দোলাএ। কার্ক কুকুর শৃগালে বেড়ি বেড়ি খাএ। দিব্য রূপ ধরি সেই বিষ্ণুপুরী জাএ। চারি পাশে দেবনারী চামর চুলাএ। গঙ্গাতীরে বৈসে (জেই) চণ্ডাল অধম । চতুভূজ রূপ তারে দেখ দেব সম । 〉br○○ কাক শৃগাল কুকুর বৈসে গঙ্গার কুল। " অন্ত দেশের রাজা নহে তার সমতুল । গঙ্গার তরঙ্গ-বায়ু লাগে জার অঙ্গে । মুক্ত হইয়া স্বর্গে জাএ পরিবার সঙ্গে । እፄ