বিষয়বস্তুতে চলুন

পাতা:গঙ্গা-মঙ্গল.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গঙ্গা-মঙ্গল প্রেমে আনন্দ লোক প্রাণ হেন বাসে । বিষ্ণুর উল্লাসে সব মন অভিলাসে । দেখিয়া ত গিয়া লোক জানাইলা সত্ত্বর। বামন ব্রাহ্মণ গেলা রাজার গোচর ॥ শুনহ ভকত মন করিয়া নিশ্চল । দ্বিজ মাধবে কহে গঙ্গামঙ্গল । ωπεΟ--> পাহি (?) রাগ । দেখিয়া বামন রূপ বলি অসুর-ভূপ পরম হরিস হৈলা মনে । অতি সুচরিত বেশে 来 崇 来 朱 বিধি আসি মিলিল আপনে ॥ ধ্রু॥ 8O O একে সে ব্রাহ্মণ গুরু সুন্দর বামন বরু (বড়) পূজিয়া রাখিলা নিজ পুরে। কথাএ তোহ্মার ঘর কেন তুঙ্গি একশ্বর নাম গোত্ৰ কহত আহ্মারে ॥ g কাহার তনয় তুক্ষি কিৰ ষ্ট্রে ঋষি মুনি আপনার দেয় পরিচয় | আসিয়াছ কোন কাজে এই ত পুরীর মাঝে সকলি কহ কিছু নাহি ভয় ॥ শুনিয়া রাজার বাণী • বোলেন বামন মুনি হই আন্ধি ব্রাহ্মণকুমার। দেবাস্ত করি ঘর বেড়াই আমি স্বস্তর (স্বতন্তর ?) বামন বর ( বড় ) নাম আহ্মার