পাতা:গঙ্গা-মঙ্গল.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8也 亦列-前常可 বামন দেখিয়া রাজা বোলে পুনঃপুনঃ । কি কাৰ্য্যে আসিছ গোসাঞি কহত কারণ ॥ ৪১০ খৰ্ব্ব ব্রাহ্মণ ভুক্ষি দেখি স্বচরিত। কোন কার্য্যে আসিয়াছ করন্থ বিদিত ॥ শুনিয়া রাজার বাক্য বোলেন বামন । তোঙ্গার ধজ্ঞের কথা শুনিয়া কারণ ॥ আন্ধি ত বামন বড় হই ত ব্ৰাহ্মণ। দান কিছু চাহি দেয় করিএ ধাজন। সেই কথা শুনিয়া নৃপতি হরসিত । জেই দান চাহ বিপ্ৰ দিব সমুচিত ৷ রাজার প্রতিজ্ঞা শুনি বামন ব্রাহ্মণ । পুনরপি ৰোলেন প্রভু মধুর বচন। 8 Ꮍ ☾ আহ্মার তরে দান যদি দিবা নরপতি । সত্য ৰাক্য দড়াও হইয়া একমতি ॥ সত্য দড়াও ( দড়াএ ? ) রাজা করিয়া নিশ্চয় । জেই দান চাহে ভুক্ষি দিব মুনিশ্চয় ॥ স্বৰণ রজত আদি চাহ জেই দান । অবিলম্বে দিব কিছু না করিব আন। স্ববর্ণ রজত ধন আহ্মাতে নহি বাসে । ক্ষুদ্র বামন আঙ্গি হই শিশু বসে ॥ সুবর্ণ রজত ধন আন্ধি কি করিব। আপনা ইচ্ছাএ জথা তথাতে থাকিব। 88Ο এথেক শুনিয়া ত্ৰাসে বোলে বলিরাজা । কোন ধন দিয়া তোমার করিমুজে পূজা ।