পাতা:গঙ্গা-মঙ্গল.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ஆ १iक्र1-भक्राव्ण Ե Տ তবে ত চলিল অশ্ব পুৰ্ব্বমুখী হইয়া । পূৰ্ব্বদেশের রাজা আইলা শুনিয়া ॥ ষাটি সহস্ৰ কুমার রক্ষক মহাবল । দিগ জিনিয়া বুলে বিক্রমে বিকল ॥ সেই দেশেত সব জিনিয়া সকল । সে সব দেশের রাজা হইল বিকল ॥ দক্ষিণ দেশেত ঘোড়া করিল পয়ান । সেই দেশের রাজা সব না হইল আগুয়ান ॥ এই মতে আছে তার রাজ্য জিনিয়া । আপনার নিজগণ সংহতি করিয়া ॥ ፃ< ¢ হেনকালে ইন্দ্র রথে জাএ অলক্ষিতে । অশ্বমেধ যজ্ঞ ঘোড়া দেখিল সাক্ষাতে ॥ সগর রাজা অশ্বমেধ করে হেন দেখি । ষাটি সহস্ৰ কুমার রক্ষক সংহতি ॥ এই অশ্বমেধ কৈলে পাইব মোর পুরী । কোনমতে এই ঘোড়া আজি করি চুরি ॥ এমন ভাবিয়া ইন্দ্র আইলা সেই স্থানে । মায়া কুহুরি করে ঘোড়ার কারণে ॥ আচম্বিত অন্ধকার হৈল সেই দিনে । কেহোঁ কারে নাহি দেখে বড়হি গহনে ॥ අළුෆ অশ্ব লইয়া গেল ইন্দ্র পাতাল ভিতরে । তথাএ কপিলে স্তব করে নিরাহারে ॥ তাহান সমুখে ঘোড়া বন্ধন করিয়া । আপনার পুরে ইন্দ্র গেলেন চলিয়া ॥