পাতা:গল্পলহরী-নবম বর্ষ.djvu/৬৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উৎসবে ব্যসনে চৈব শ্রীরবি ঘোষ চায়ে এক চুমুক দিয়ে নরেন্দ্র বয়ে—“তোমরা ভাব বন্ধুত্ব বুঝি খুব সহজ। বন্ধু বলে অনেকের সঙ্গে পরিচয় বজায় রাখা যায় মনে করে তোমাদের ভাই বিশ্বাস । কিন্তু আসলে বন্ধুত্ব যত দুলৰ্ভ তত দুৰ্লভ প্রেম। কিন্তু বিচার করে দেখন্ত্ৰে গেলে এই প্রমাণ হয়, যদিই বা প্রেম পৃথিবীতে খুজে পাও, বন্ধুত্ব কিন্তু মোটেই চ’গে পড়বে না।” স্বরেন তার সামনে মসে সিগারেট টানছিল, যুগ থেকে সেটা নামিয়ে সে প্রশ্ন করুল-মাচ্ছা ময়েন দা, ডোমার জীবনেও কি বন্ধুত্ব বাস্তব হয়ে ওঠে নি। কথাটা শুনে নরেঞ্জ এমনই এক উচ্চহাস্ত করল যে, স্বরেন অপ্রতিম্ভ হয়ে ভাবগ, সে লুকি to Stan Laurel to fonts to পড়েছে। উচ্চহালি থামিয়ে নরেন্স আর একবার চায়ে চুমুক দিলে, "তবে শোন। তোমরা বোধ হয় ভাব, অমরের সঙ্গে মামার যে বন্ধুই, তা আদর্শ স্থানীয়। কেন ন। স্কুলে ষটশ্রেণী থেকে এম এ পাশ করার পর বছর চারেক ধরে গবেষণা করে বিজ্ঞ হওয়া তক । হিসেব করলে দেখা যাবে এই পনের বছরের মধ্যে পনের বারও আমাদের ঝগড়া হয় নি। অমর যখন স্কুলে পড়ে তখন ওর নেশ ছিল প্রথম হবার। প্রতিবারই পরীক্ষা ও প্রথম হয়ে এসেছে, আমার অভিলাষ আত উচ্চ ছিল না, আমি পাশ করতে পারলেই যথেষ্ট মনে করতাম । অল্প সময়ে ও কাজটা হয়ে যেত, ৰাকী সময়ে করতাম দুরন্তপন আর এমন এক সাধন, যাতে আমি সবার কাছে নিন্দার পাত্র হতে পারি। গ্রাউজের দিন অমর পেত পুরস্কার, বই, মেডেল, আমি তার সেগুলো পূর্কের সঙ্গে ওর বাড়ী পৌছে দিতাম। যদিও আমার স্পোর্ট খুব ভাল লগত তযু স্পোর্টে মামুতুম না, প্রতিযোগিতার ভূত্রে নয়, বরং প্রতিযোগিতায় পুরস্কারের যোগ্য হয়ে পড়ি এই আশঙ্কায়। আ4শ বন্ধুত্ব, নয় ? তারপর প্রবেশিক পরীক্ষায় ও হ’ল প্রথখ, আমি প্রথম বিভাগেই পাশ করলাম। একই কলেঙ্গে ঢুকলাম। তারপর বিশ্ব বিদ্যালয়ের সব ক’টা পরীক্ষায় অমর রইল প্রশংসনীয় স্থানে, আর আমি ওর বন্ধত্বে আবদ্ধ। এন এ পাশ করে ও ঢুকল কলকাতার চাল এক रुरलएछ हे:ब्रासौब्र वर्षाश्रक झाश। चांद्र णाधेि ঢুকলাম অন্ধকার পুস্তকাধারের ময়লা বইয়ের মধ্যে । বইয়ের পাহাড় নজির জেপিয়ে সম্ভবকে অলঙ্কৰে পরিণত করতে গবেষণা যুক্ত করেছি তার অনেক কম ছপিয়েছি,--ডাই আমার স্বশ অধ্যাপক স্বমর মিত্রের পপুল্যারিটিকে ছাড়িম্বে স্বাই নি। এখনও আমরা আগের মৃত সময় পেলেই একসঙ্গে বেড়াই , দু’জনে না হ'লে বায়ঙ্গোপে খাই না। অবশ্য অমরই পয়সা খরচ করে আমি দেfগাই বন্ধুত্বের রসদ কথাটা হচ্ছে, এখনও এমন জায়গায় আমাদের বন্ধুত্বে এসে পৌছয় নি মেগানে আমাদের স্বার্থ প্রকট হয়ে উঠতে পারে—তাই এখনওঁ ছাড়াছাড়ি ছয় নি। তাই জামরা এমনও বন্ধু আছি। কিন্তু