বিষয়বস্তুতে চলুন

পাতা:গল্পস্বল্প.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

( ৪৫ )

শিশু হরি।

গিয়েছে বেলা ব’য়ে, এসেছে সন্ধ্যা হয়ে,
শ্রীহরি ‘মা’ ‘মা’ করি—ছুটিয়ে আসে।
দেখে মা নাহি ঘরে, খুঁজিয়ে গৃহে ফিরে
আকুল আঁখি নীরে কপোল ভাসে।
মেঘেতে ভাসে চাঁদ—জ্যোৎস্নার নাহি বাঁধ,
তারকা ফুটে ওঠে গগণময়,
‘এই ত চাঁদা মামা, কোথায় মা গো আমা’
কে দিবে টিপ ভালে—এই সময়!
আকাশে আঁখি তুলে, শ্রীহরি ফুলে ফুলে
কেবলি কাঁদে আর—কাতরে ডাকে।
মা আসি হেন কালে, মুখ্ খানি চুমি বলে
‘ভেবে যে সারা হই দেরির পাকে’।
কাঁদিয়ে গলা ধরি, হাসিয়ে বলে হরি—
‘মাগো মা সারা দিন, কোথায় ছিলি?
এনেছি দেখ ফুল, পরিয়ে দেব দুল,
যাব না কোথা আর—তোরে মা ফেলি”।