পাতা:গল্পাঞ্জলি.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিলাত-ফেরতের বিপদ প্রথম পরিচ্ছেদ মু প্রভা মেয়েটিকে ঠিক সুন্দরী বলা যায় না । তাহার বর্ণ উজ্জ্বল খাম, তবে মুখ-চক্ষুর গঠন অনিন্দনীয়। আর, সে গঠনে বেশ একটা কমনীয় ভাব আছে। বয়স অষ্টাদশ বৎসর। তাহার পিতা বাৰু অতুল চন্দ্র রায় একজন বিখ্যাত ব্রাহ্ম, বর্তমান সময়ে আলিপুরের সবজজ। ভবানীপুর বকুলবাগান গলিতে র্তাহার বসতবাটী। চারি বৎসর পূৰ্ব্বে সুপ্রভা ব্রাহ্মবালিকাবিদ্যালয় হইতে প্রবেশিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হইয়াছিল। আত্মীয় বন্ধুগণ সে সময় সকলেই মনে করিয়াছিলেন, সুপ্রভ। এইবার বেথুন কলেজে ভৰ্ত্তি হইবে এবং ক্রমে ক্রমে বি-এ, এম-এ পাশ করিবে । কিন্তু তাহার পিত বলিলেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পাশ করা পণ্ডশ্রম মাত্র, উহাতে রীতিমত বিষ্ঠাশিক্ষা হয় না, উল্টা স্বাস্থ্যভঙ্গ হইয়া যায়। র্তাহার মত এই ৰে ‘হোমষ্টডি’ই আসল ষ্টুডি—সুতরাং তিনি কস্তাকে কলেজে দিলেন না । লোকে পরোক্ষে বলিল, রায় মহাশয় ব্যয়বাহুল্যভয়েই এই অপকৰ্ম্মটি করলেন। বাহা হউক সুপ্রভা এই চারি বৎসর ঘরে বসিয়া অনেক ইংরাজি গ্রন্থ পাঠ করিয়াছে—যদিও তাছার পনেরো আন অংশ উপন্যাস। পিতার একমাত্র আদরিণী কন্যা বলিয়া সুপ্রভা বড় অভিমানী । তাহার একটি কুকুর আছে, সেটির নাম বিমলারাণী বা সংক্ষেপে বিশি। স্বপ্রভা তাহার সহিত এমনভাবে কথাবার্তা কছে যেন সে মানৰী ।