পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sou গল্প-গুরুত্ববালী মাতা। তা হলেই বা তিন পরষে; ওকে মেয়ে দিলে কুলমৰ্যাদায় তুমি একটা प्नप्य बाव, wहे ना ? प्झलाई किन्छू आभाद्र उब्रि नहन्म इट्रकू ट्राध बाहे वन । পিতা। নিজে প্ৰভাব কুলীন হয়ে শেষে তিন পরে ষে পারকে মেয়ে দেবো ? মাতা। স্বভাব কুলীনের ছেলে এ সব দেশে ত বড় পাওয়া যায় না। তা হলে BB BB BBD DDD DB BB D DB BB BD DD DDD DDS g gDDD মেয়ে। যে পাত্রে দিলে মেয়ে সখে থাকবে, সেই পারে দেওয়াই ভাল ময় কি ? স্বভাব কুলীন পায় এনে বিয়ে দেবে, তার হয়ত আর পাঁচটা বিয়ে হয়ে আছে—আরও দশটা করবে-স্বামীর ঘর করা যে কি বস্তু, তা মেয়ে জীবনে কখনও জানতে পারবে না। তার চেয়ে এই ভাল ময় ? নীল ছেলেটি দেখতে শুনতেও যেমন, স্বভাব চরিত্রও তেমনি— তার উপর ইংরেজী লেখাপড়া শিখছে, চাকরী করবে। আমি ত বলি বটঠাকুরের কাছে তুমি একবার কথাটা পেড়ে দেখ। পিতা। নীলই যে তোমার মেয়েকে বিয়ে করবার পর আর পাঁচটা বিয়ে করবে না তা তুমি কি করে জানলে ? ভঙ্গ হলেও, ও তিন পরষে বইত নয় । মাতা। কি বল তুমি তার ঠিক নেই। ও যে ইংরেজী পড়ছে গো ! যারা ইংরেজী পড়ে, তারা সাহেবের চাকরী করে,—তারা কি আর বিয়ের ব্যবসা করতে যায় ? পিতা। হ্যাঁ, আমিও ঐ রকম শনেছি বটে, যারা ইংরেজী পড়ে তারা একটার বেশী বিয়ে করতে চায় না। আচ্ছা, তা কথাটা ভেবে চিন্তে দেখি। পিতৃকুলের মৰ্য্যাদাটা । —খোয়াব ? এই একটা আপশোষ, নইলে আর কি। মাতা। আপশোষই বা কিসের ? ষে দেশে যেমন চল । আমাদের দেশে হলে, অবিশ্যি, এটা একটা নিন্দের কথা হত। কিন্তু এদেশে, এরা ত কই ততটা মনে করে না। পিতা। তা ঠিক। ইংরেজ হল দেশের রাজা, কলকাতা হল তাদের রাজধানী। কলকাতার হাওয়া লেগে এদের ধর্ম-কম অনেকটা শিথিল হয়ে গেছে বইকি ! নইলে ধর, আমাদের দেশে বামন কায়েতের ঘরের বিধবারা কি পাণ খায়, না মাথায় চল রাখে ? এদেশে দেখ বিধবারা দিব্যি চলে রাখছে, খাসা পাণ খেয়ে ঠোঁটটি লাল করে বেড়াচ্ছে, DB BB BBB DDBB BDS DDD BB BBBSDDD DD DD DDD DDD বটে। আচ্ছা তা হলে চাটয্যে মশায়ের কাছে কাল কথাটা না হয় পেড়েই দেখি ! মাতা। তবে তোমায় খালেই বলি। গিন্নীর কাছে ও কথা আমি বলেছিলাম। তিনি বটঠাকুরের সঙ্গে পরামর্শ করে আমায় বলেছেন, “তা যদি হয় তা হলে ত খুবই ভাল। কিন্তু মুখ ষ্যে মশায় হলেন বাঙ্গাল দেশের একটা জাঁদরেল কুলীন, উনি কি আমার ছেলেকে মেয়ে দেবেন ?” দিদি আমায় বললেন, “তুমি ভাই তোমার কত্তাকে বলে করে যদি রাজি করাতে পাব, তা হলে আমাদের কোনও আপত্তি হবে না।” হরবিলাস বলিলেন, “তা হলে ভিতরে ভিতরে কাজটা তুমি অনেকখানি এগিয়ে রেখেছ বল ? এতক্ষণ তবে আমার সঙ্গে নখবো করছিলে কেন ?”—বলিয়া তিনি হাসিতে লাগিলেন। শেষে বলিলেনঃ “ঐ ছেলেটাকেই জামাই করতে যদি তোমার এতই সাধ হয়ে থাকে, তবে তাই কর। মেয়ে আমার সুখে থাকলেই হল। না হয় তিন পরে ষ নেমেই গেলাম, তার আর কি করা যাবে 1 অনেক রাত্রি হল, এখন ঘমোও ।” ৷৷ তৃতীয় পরিচ্ছেদ ॥ প্রভাবতী তার পিতামাতার কথোপকথন, অত্যন্ত নিবিজ্ট চিত্তে সমস্তটাই শুনিল। भनिग्ना न भरन भरन र्याणण, “कि भ:न्किल ।। ७cमग्न नौन शाब आधाग्न दग्न ? उाब्र शाभट्नु रूठ ८इटर्नाइ, कथा कटर्बाइ, बाळाजष्ठा करब्राइ, uषन आभि इव छाञ्च वॐ ? प्न