পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩২ श्राब्त्र-3ाब्थायजौ •द्यथाना श्रीकृग्ना श्रद्याण्ड७ इदेब्रा बनिम्ना ब्राङ्जाब। अन्ग्च्न झरक्षा नाना क्लिन्ज्राख्न प्लेनम्न DB DDD S BBBBS DDD DDDD DBBBB BB BDDDD DD DBBBS অপরটিরও গা গরম হইত। উহারা বড় হইলে সেরাপ আর দেখা যায় নাই বটে,—কিন্তু -देश rय भट्रा ! शनि आभाग्न नदशौलाब्र किछ्द इग्न, उरव आघि एकभन कब्रिग्ना बाँक्लिब ? বড়দিনের ছয়টি হইতে তখনও ১৫ দিন বিলম্ব আছে। কাছারী গিয়া, জজ সাহেবকে অনেক অননয়-বিনয় করিয়া, সোমবার হইতে বড়দিনের বন্ধের দিন পর্যন্ত ছয়টি মঞ্জর করাইয়া লইলাম। শবশরে মহাশয়কে সেই মন্মে তারও করিয়া দিলাম। যথাদিনে আমি মোকামা স্টেশনে অবশর মহাশয়ের সহিত সাক্ষাৎ করিলাম। তিনি সেকেণ্ড ক্লাসের একটি কামরা রিজাভ করিয়া যাইতেছিলেন, আমিও সেই কামরায় উঠিলাম। বাশুড়ী আমাকে দেখিয়া চোখে অচিল দিয়া কাঁদিতে লাগিলেন। সশীলাও ঘোমটার ভিতর ফোঁপাইতেছে—বঝিতে পারিলাম। বড় ইচ্ছা হইল, তাহার হাতটি ধরিয়া তাহাকে সাক্ষনার কথা বলি; তাহার চোখ মছাইয়া দিই; কিন্তু বশবর-শবাশুড়ীর সমক্ষে তাহা করিবার উপায় নাই। শ্বশর মহাশয় চক্ষ মাছিতে মুছিতে পিপলোর পীড়া ও চিকিৎসার কথা আনপোবিক বণনা করিলেন। দানাপর স্টেশনে ট্ৰেণ পে’ছিলে, লুচি প্রভৃতি খাবার কেনা হইল। শ্বশর মহাশয় বলিলেন , “সুশীলা, দেখ ত মা, ঐ ব্যাগের মধ্যে পাণের কোঁটায় সাজা পাণ আর আছে কি না ? না থাকে ত কিনতে হবে।”—সুশীলা উঠিয়া, ব্যাগ হইতে পাণের কোঁটা বাহির করিয়া, তাহা খলিয়া পিতাকে দেখাইল—কোঁটাটি শান্য। পাণের খিলিও কেনা হইল। প্রবাশুড়ী, দুইটি শালপাতায়, আমাদের দইজনকে খাবার দিয়া বলিলেন, “সাশীলা, সোরাই থেকে ওঁদের দল গলাস জল গড়িয়ে দাও ত মা।” সশীলা উঠিয়া জল গড়াইয়া দিল। আমরা আহার শেষ করিলাম। হাত ধাইয়া, পাণ খাইয়া, বাহিরের দিকে চাহিয়া বসিয়া রহিলাম। খবশরে শাশড়ী দুজনেই মাঝে মাঝে দীঘনিশ্বাস ফেলিতেছেন। সুশীলা এখন আর কাঁদিতেছে না। একবার যদি চোখো-চোখ হয়, এই আশায় আমি সশীলার পানে মাঝে মাঝে চাহিতে লাগিলাম,— কিন্তু সে আড়ষ্ট হইয়া বসিয়া আছে। তখন হঠাৎ মনে পড়িল, আমি রহিয়াছি বলিয়া সশীলা বা শ্বাশুড়ী কেহই খাইতে পারিতেছেন না। আরা টেশনে গাড়ী থামিলে আমি বশর মহাশয়কে বলিলাম, “আমি তবে এখন ও কামরাটায় গিযে শাইগে।”— আমার বিছানার বাণ্ডিলটি বগলে করিয়া, আমি নামিয়া গেলাম। পাঁচ পরদিন কাশীধামে পেপছিয়া আমরা এক “যাত্রাওয়ালা"র বাড়ীতে উঠিলাম। দইখানি ঘর ভাড়া লওয়া হইল। এখানে ২১ দিন থাকিয়া, একটি বাড়ী খুজিয়া লইবার পরামশ ছিল। 塑 বাসায় জিনিষপত্র রাখিয়া ধলাপায়ে গঙ্গাস্নান এবং বিশ্বনাথ ও অন্নপণের্ণ দশানে বাহির হওয়া গেল। ফিরিয়া আসিয়া পাকাদি সমাপন হইতে অপরাহুকাল উপস্থিত হুইল। আহারান্তে বিশ্রাম। শ্বশুর মহাশয় ও আমি একটি কক্ষে শয়ন করিলাম, সশীলাকে লইয়া বাশুড়ী অপর কক্ষে রহিলেন। নিদ্রাভঙ্গে সন্ধ্যার সময় উঠিয়া, মুখ-হাত ধাইয়া, আমরা তিনজনে বিশবনাথের আরতি দর্শনে বাহির হইলাম। ফিরিয়া অীর পাকাদির উদ্যোগ হইল না, বাজার হইতে লাচি, আলর দম, রাবড়ী প্রভৃতি আনাইয়া তাহার বারা জলযোগ সম্পন্ন হইল। _ আহারাতে ধমসেবন করতে করিতে বশর মহাশয় আমার সহিত গল্প করিতে