পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●豊り。 * গল্প-গ্রন্থাবলী নবগোপাল। আঠারো। সাহেব। বিবাহ হইয়াছে ? নব। না—সে এখনও কলেজে পড়ে—অর্থাৎ পীড়ার পৰে পৰ্য্যন্ত পড়িয়াছে। সাহেব। ক্ষীণাঙ্গী না খলাগী ? নব। ক্ষীণাঙ্গী। সাহেব। গাত্রবণ কিরাপ ? নব। আমার চেয়ে ফসী। সাহেব। স্বভাব কিরুপ ? একগয়ে—যা ধরেন তাই করেন ? না, অন্যে সহজেই তাঁহাকে চালিত করিতে পায়ে ? নব । না, অন্যে সহজে তাহাকে চালিত করিতে পারে না। মেয়েটি আমার বিলক্ষণ একগয়েই বটে। সাহেব। তরল-প্রকৃতি না গভীর ? মাফ করিবেন মিস্টার চাটাঙ্গিজ –তাঁহাকে হিপ'নটাইজ করা আমার পক্ষে সহজ হইবে, না কঠিন হইবে, তাহাই নির্ণয করিবার জন্য এ সকল কথা আপনাকে জিজ্ঞাসা করিতেছি। নব। তাহা আমি বুঝিয়াছি। আমার কন্যা তরল প্রকৃতি নহে, বরঞ্চ গভীর। সাহেব। বেশ। আমি তাঁহার আরোগ্য-চেণ্টা করিতে প্রস্তুত আছি—অবশ্য সফল হইব কি না তাহা বলিতে পারি না। আপনার কন্যাকে আমি হিপ'নটিক নিদ্রায় অভিভূত করিব। করিয়া, তাঁহাকে কতকগুলি প্রশন জিজ্ঞাসা করিব। যদি তাঁহার এই ব্যাধির কোনও ঔষধ বা নিরাময়ের অন্য কোনও উপায় থাকে, তবে তিনি সেই হিপনটিক নিদ্রার অবপথায় স্বয়ং তাহা বলিয়া দিলেন। যদি না থাকে, তবে তাহাও তিনি বলিবেন। আমার ফাঁ কত আপনি জানেন কি ? নব । না। o সাহেব। হিপনটাইজ কবিবার জন্য আমি ৫oo, লইব। যদি ব্যাধি আরোগ্যের উপায় করিষা দিতে প বি– তবেই আব ৫oo, লইব নচেৎ আর কিছু লইল না। আপনি সম্মত আছেন ? নব। আহাদেব সহিত। সাহেব। আপনার কন্যাকে কি এখানে লইযা আসিবেন, না, আমি আপনাব বাড়ীতে যাইব ? নব। আমার বাড়ীতে হইলেই ভাল হয়। সাহেব। আচ্ছা, তবে কাল রাত্ৰি ১০টার সময় আমি আপনার কন্যাকে হিপ'নটাইজ করিব। কাল সারাদিন মেয়েটিকে উপবাসী থাকিতে হইবে: জলবিন্দটিও তাঁহার মখে যেন না প্রবেশ করে। সারাদিন তিনি কোথাও বাহির হইবেন না, শয্যায় শইয়া কাটাইবেন। আমার করণীয় শেষ হইলে, তবে তিনি খাইতে পাইবেন। আপনি কি আমায় লইতে আসিবেন, না আপনার ঠিকানা দিয়া যাইবেন ? এই অপরিচিত নগরে রাত্রে কিন্তু আপনার বাড়ী খুজিয়া পাওয়া আমার পক্ষে কটকর হইতে পারে। নব। না, আমিই আসিয়া আপনাকে লইয়া যাইব। চেকখানাও সঙ্গে আনিব। “উত্তম। রাত্রি সাড়ে ন’টার মধ্যেই আপনি আসিবেন। গুড মণিং।” বলিয়া সাহেব উঠিয়া দাঁড়াইয়া হস্ত প্রসারণ করিলেন। নবগোপালবাব তাঁহার সহিত করমন্দন कृब्रिज्ञा दिमाग्न लईएलन ।