পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১২৪ ) খাচার পার্থী কহে, হায় মেঘে কোথায় বসিবার ঠাই ! এমনি দুই পাখী দেtহারে ভালবাসে তবুও কাছে নাহি পায় ! খাচার ফঁাকে ফঁাকে পরশে মুখে মুখে নীরবে চোখে চোখে চায় । দুজনে কেহ কারে বুঝিতে নাছি পারে বুঝাতে নারে আপনায় ! জুজনে এক এক ঝাপটি মরে পাখা, কাতরে কহে, কাছে অtয় ! বনের পার্থী বলে—ন, কবে খাচায় রুধি দিবে স্বার ! খাচীর পার্থী বলে—হায় মোর শকতি নাহি উড়ি বার ॥ ১১৫ ।