পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 3వతి ) বেহাগড়া। কাওয়ালি । মনে রয়ে গেল মনের কথা, • শুধু চোখের জল প্রাণের ব্যথা । মনে করি ছুটি কথা বলে যাই, কেন মুখের পানে চেয়ে চলে যাই, cन पनि छां८झ, মরি যে তাহে, কেন মুদে আসে অ*াখির পাতা । মান মুখে সখি সে যে চলে যায়, ও তারে ফিরায়ে ডেকে নিয়ে আtয়, বুঝিল না সে যে কেঁদে গেল, ধূলায় লুটাইল হৃদয়-লতা । ১৯৪ ॥ কালাছড়া । খেমটা । ভাল বাসিলে যদি সে. ভাল না বাসে কেন সে দেখা দিল ।